Lucknow: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত মেয়ে, মা-বোনকে খুনের পরিকল্পনা মাসকাসক্ত ছেলের
বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের আগে মহিলার ছেলে হামলা করে মা এবং বোনের উপর। মহিলার ২৮ বছরের ছেলে সলমন একজন মাদকাসক্ত। এদিন মা এবং বোনের উপর ছুরি দিয়ে আক্রমন করে সে।
বাড়ির গ্যাস সিলন্ডার বিস্ফোরণ ঘটে প্রাণ গেল মেয়ের। বিস্ফোরণ গুরুত্বরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন মা। বৃহস্পতিবার রাতে লখনউ (Lucknow) কন্টেনমেন্ট এলাকায় ঘটে সেই বিস্ফোরণ। অগ্নিদগ্ধ মায়ের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা কোন দুর্ঘটনা নয়। মা এবং বোনকে খুন করার পরিকল্পনা নিয়ে বাড়িতে বিস্ফোরণ ঘটায় ছেলে।
আরও পড়ুনঃ সাপের উপদ্রপ, সর্পদষ্ট হয়ে উত্তরপ্রদেশে মৃত্যু ২৫ জনের
বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের আগে মহিলার ছেলে হামলা করে মা এবং বোনের উপর। পুলিশ জানায়, মহিলার ২৮ বছরের ছেলে সলমন একজন মাদকাসক্ত। এদিন মা এবং বোনের উপর ছুরি দিয়ে আক্রমন করে সে। কোন এক কারণ নিয়ে মা এবং বোনের সঙ্গে বচসায় জড়ায় সলমন। অশান্তির মাত্রা এতই বেড়ে যায় যে, মা মেহরুনিসা (৫৫) এবং বোন রুবিকে (২৫) ছুরু দিয়ে আঘাত করে সে। এরপরেই বাড়িতে বিস্ফোরণ ঘটায়। গ্যাস সিলিন্ডারের পাইপ টান মেরে খুলে দিয়ে সারা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বোন রুবির। গুরুতর আহত মা।