Lucknow: লখনউয়ে বিজেপি বিধায়কের সরকারি আবাসন থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, দানা বাঁধছে রহস্য

রবিবার গভীর রাতে লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় ভারতীয় জনতা পার্টির বিধায়কের সরকারি আবাসনে যুবকের আত্মহত্যা ঘিরে রহস্য দানা বেঁধেছে।

Photo Credit: Twitter@DailyhuntApp

লখনউ, ২৫ সেপ্টেম্বরঃ বিজেপি বিধায়ক (BJP MLA) যোগেশ শুক্লার সরাকারি বাসভবনে আত্মহত্যা করেছেন এক যুবক। রবিবার গভীর রাতে হজরতগঞ্জ এলাকায় ভারতীয় জনতা পার্টির বিধায়কের সরকারি আবাসনে যুবকের আত্মহত্যা ঘিরে রহস্য দানা বেঁধেছে।

আরও পড়ুনঃ ভাইজাগ চিড়িয়াখানায় হৃদরোগে মৃত্যু ১৮ বছরের সিংহীর

এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শ্রেষ্ঠ তিওয়ারি। বয়স ২৪। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঙ্কি জেলার হায়দারগড়ের বাসিন্দা তিওয়ারি লখনউয়ের (Lucknow) বকশি কা তালাব বিধানসভা কেন্দ্রের বিধায়ক যোগেশ শুক্লার সঙ্গে যুক্ত একটি মিডিয়া দলের সদস্য ছিলেন। শুক্লার হজরতগঞ্জের বাসভবনের ভেতর থেকে শ্রেষ্ঠের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

যুবকের মৃত্যুর কারণ হিসাবে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে দেহ। শ্রেষ্ঠ তিওয়ারির অস্বাভাবিক মৃত্যু রহস্য সমাধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।