LPG Cylinder Price Cut: গ্য়াসের দাম ২০০ টাকা কমিয়ে হাতে রাখির গিফট, মনে ভোটের চিন্তা মোদীর?
দেশের ৩৩ কোটি এলপিজি ব্যবহারকারীর জন্যে দাম ২০০ টাকা কমিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া যেসব মহিলারা উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছে তাঁদের জন্যে রয়েছে বাড়তি সুখবর।
নয়া দিল্লি, ২৯ অগাস্টঃ বছর শেষে লোকসভা নির্বাচনের ইঙ্গিত গতকালই মিলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তার আগে রয়েছে চার রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলঙ্গনায় বিধানসভা ভোট। সব মিলিয়ে এবার মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রান্নার গ্যাসের দাম কমালেন ২০০ টাকা (LPG Cylinder Price Cut)। রাখিতে (Raksha Bandhan 2023) দেশের বোনদের জন্যে এই উপহারের বন্দোবস্ত সেরে ফেলেছেন মোদী। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এলপিসি সিলিন্ডারের (LPG Cylinder) দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সুখবর ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। ১০০০ টাকা ছাপিয়ে যাওয়া গ্যাসের দাম নিয়ে মধ্যবিত্তদের পকেটে টান পরলেও তারা নিরুপায়। তাই এদিন গ্যাসের দাম ২০০ টাকা কম হওয়ায় বেশ স্বস্তিতে আমজনতা।
এদিন LPG গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে বারে বারে শোনা গেল রাখি বন্ধন এবং ওনাম উৎসবের প্রসঙ্গ। দেশের বোনদের জন্যেই গ্যাসের দাম কমানো হয়েছে বলে দাবি অনুরাগ ঠাকুরের, এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।
বিজেপি জামানায় মোদী সরকারের কৃতিত্ব আবারও স্মরণ করিয়ে দিয়ে এদিন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী বলেন, দেশের ৩৩ কোটি এলপিজি ব্যবহারকারীর জন্যে দাম ২০০ টাকা কমিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া যেসব মহিলারা উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছে তাঁদের জন্যে রয়েছে বাড়তি সুখবর। বর্তমানে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলারা রান্নার গ্যাসে ২০০ টাকা করে ভর্তুকি পান। অর্থাৎ ১১২৯ টাকা দিয়ে গ্যাস বুকিংয়ের পরে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০ টাকা করে জমা পড়ত। এবার সেই ভর্তুকির টাকা ২০০ থেকে বেড়ে হয়েছে ৪০০। অর্থাৎ রাখির উপহার হিসাবে এবার থেকে ভর্তুকি হিসাবে জমা পড়বে ৪০০ টাকা।