Telangana Shocker: চলন্ত বাসের মধ্যে প্রেমিকাকে ছুরিকাঘাত করল প্রেমিক, গ্রেফতার অভিযুক্ত

প্রেমিককে এড়িয়ে চলায় তরুণীর উপর ছুরি দিয়ে হামলা...

প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লি: তেলেঙ্গানায় চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। প্রেমিকা ফোন রিসিভ না করায় চলন্ত বাসের মধ্যে তাঁকে ছুরি দিয়ে আঘাত করল প্রেমিক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ৭৪, ৭৮ বিএনএস, ৩২০, ১১৮ (১) বিএনএস ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রে খবর, ভুক্তভোগী কিছুদিন ধরে তাঁর প্রেমিককে এড়িয়ে চলছিলেন, ফোন কলও ধরছিলেন না। যুবক কোনও ভাবেই তরুণীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে রাগ ও ক্ষোভে ফেটে পড়ে, এদিন বাসের মধ্যে তরুণীকে দেখতে পেয়ে সে তাঁর উপর ছুরি দিয়ে হামলা চালায়। ঘটনায় তরুণী আহত হয়েছেন, তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে, পুলিশ মামলাটি তদন্ত করছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী আঙুলে আঘাত পেয়েছেন, তরুণীকে আঘাত করার আগে যুবক তাঁর থেকে ফোন ছিনিয়ে নেয়। তারপর একটি ছুরি দিয়ে আঘাত করে।