Loksabha Election 2024: ইন্ডিয়া জোটের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে?
এবারের নির্বাচনে প্রিয়াঙ্কা হয়ত রায়বেরিলি আসন থেকে লড়বেন বলে অনেকে মনে করেছিলেন। যদিও প্রিয়াঙ্কা রায়বেরিলি থকে মনোনয়ন জমা করেননি। উলটে, মায়ের ছেড়ে আসা আসনে রাহুল দাঁড়ানোয়, টানা ভাইয়ের হয়ে প্রচার করেন প্রিয়াঙ্কা গান্ধী।
দিল্লি, ৩১ মে: রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁর পছন্দের পরবর্তী প্রধানমন্ত্রী। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে, রাহুল গান্ধীকেই তাঁর পছন্দ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। শেষ দফা নির্বাচনের আগে এভাবেই নিজের মত প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাহুল গান্ধীকে যেমন খাড়গের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ, তেমনি কংগ্রেস সভাপতি চান, নির্বাচনে লড়াই করুন প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)। এবারের নির্বাচনে প্রিয়াঙ্কা হয়ত রায়বেরিলি আসন থেকে লড়বেন বলে অনেকে মনে করেছিলেন। যদিও প্রিয়াঙ্কা রায়বেরিলি থকে মনোনয়ন জমা করেননি। উলটে, মায়ের ছেড়ে আসা আসনে রাহুল দাঁড়ানোয়, টানা ভাইয়ের হয়ে প্রচার করেন প্রিয়াঙ্কা গান্ধী।
নির্বাচনের আগে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার মাধ্যমে যেভাবে মানুষের মন জিতেছেন, নরেন্দ্র মোদীকে সোজাসুজি আঘাত করেছেন, তাতে সোনিয়া-পুত্রকেই তাঁর প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ বলে স্পষ্ট করেন কংগ্রেস সভাপতি।