Congress MP K Suresh, Om Birla (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৫ জুনঃ লোকসভার স্পিকার পদ নিয়ে এবার টানটান উত্তেজনার পরিস্থিতি সংসদের অন্দরে। কে হবেন ১৮'তম লোকসভার স্পিকার? তবে ওই পদের জন্যে বিজেপি সাংসদ ওম বিড়লাকেই (Om Birla) মনে মনে বেছে রেখেছেন মোদী। লোকসভার স্পিকার কে হবেন সেই জল্পনার মাঝে  মঙ্গলবার সকাল সকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ওম বিড়লা। এরপর স্পিকার পদের জন্যে নিজের মনোনয়নও জমা দেন তিনি। এরই মাঝে ইন্ডিয়া জোট প্রার্থী তথা কংগ্রেস সাংসদ কে সুরেশ লোকসভার স্পিকার পদের জন্যে মনোনয়ন জমা দিলেন।

এদিকে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে বিরোধীদের একমতে আনার জন্যে এনডিএ দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিংহ এবং সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। সেই লক্ষ্যে বিরোধীদের সঙ্গে কথাবার্তা বলেন কেন্দ্রের দুই মন্ত্রী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিরোধী জোট 'ইন্ডিয়া'র শরিকদের সঙ্গে কথা বলেন রাজনাথ এবং কিরণ। তবে বিরোধীরা স্পষ্ট জানিয়ে দেয়, লোকসভার স্পিকার পদে মোদীর মনোনীত প্রার্থীকে সমর্থন তাঁরা করবেন, তবে সেই সমর্থন শর্ত সাপেক্ষ।

রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) মঙ্গলবার প্রকাশ্যে জানিয়েছেন, ১৮'তম লোকসভার স্পিকার পদে মোদীর বাছাই করা প্রার্থীকে সমর্থন করবেন তিনি। যদি ডেপুটি স্পিকারের পদ বিরোধী জোট 'ইন্ডিয়া'কে দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিরোধীদের সেই শর্ত মেনে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার পদে নির্বাচিত হবেন ওম বিড়লা। তবে ইন্ডিয়া জোট পালটা স্পিকার পদের প্রার্থী দেওয়ায় ২৬ জুন বুধবার লোকসভার স্পিকার নির্বাচনের জন্যে ভোট হবে। যা সাম্প্রতিক অতীতে ঘটেনি। এতদিন বিরোধিতা ছাড়াই লোকসভার স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

IAS Anjali Birla: মডেলিং থেকে অধ্যক্ষ-কন্যার UPSC পাশ, নিট প্রশ্নফাঁস স্মরণ করে পালটা প্রশ্ন নেট নাগরিকদের একাংশের

Om Birla: কোনও বিরোধীতা ছাড়াই ধ্বনিভোটের মাধ্যমে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন ওম বিড়লা

Lok Sabha Speaker: লোকসভার স্পিকার নির্বাচনে কে সুরেশের মনোনয়ন জমা 'একতরফা সিদ্ধান্ত', কোন আলোচনা হয়নি তৃণমূলের সঙ্গে, বিস্ফোরক অভিষেক

Lok Sabha Speaker Election: এই প্রথম দেশে হবে লোকসভার স্পিকার নির্বাচন, কত ভোট পেলে জেতা যাবে ওম বিড়লা বনাম এস সুরেশ দ্বৈরথে কে এগিয়ে

Om Birla: স্পিকার পদের জন্য ইচ্ছাপ্রকাশ করেছে টিডিপি! বিরোধীদের দাবি ডেপুটি স্পিকার, চিন্তায় বিজেপি নেতৃত্ব

Congress Candidate List: কোটায় ওম বিড়লার বিরুদ্ধে বসুন্ধরা রাজে ঘনিষ্ঠ বিজেপি-র স্ট্রংম্যান কংগ্রেস প্রার্থী

Parliament Winter Session 2023: অব্যাহত বিরোধী সাংসদদের বরখাস্ত প্রক্রিয়া, মঙ্গলবার নতুন করে সাসপেন্ড আরও ৪৯

Agnimitra Paul Attack Mahua Moitra: ঘুষ বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তোপ অগ্নিমিত্রা পালের, ভিডিয়োতে শুনুন বিজেপি বিধায়িকার বক্তব্য