Leopard Spotted in Mumbai: রাতের অন্ধকারে আবাসনের বাইরে হাঁটছে চিতাবাঘ, গায়ে কাঁটা দেওয়া দৃশ্য

রাতের অন্ধকারে জনবসতিপূর্ণ এলাকায় এইভাবে চিতাবাঘের ঘুরে বেরানো সাধারণ মানুষের জন্যে একেবারেই সুরক্ষিত নয়। তৎপর হয়েছেন মহারাষ্ট্রের বন দপ্তর কর্মকর্তারা।

Leopard Spotted in Mumbai (Photo Credits: Twitter)

মুম্বই, ১০ মার্চঃ রাতের অন্ধকারে আবাসনের বাইরে হেঁটে বেরাচ্ছে একটি চিতাবাঘ। আন্ধেরি মুম্বইয়ের ভবানী নগর এলাকার মিল্কি কলোনির মধ্যে রাতের ঘন অন্ধকারে ঘুরছে চিতাবাঘটি (Leopard Spotted in Mumbai)। কলোনির সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়েছে গায়ে কাঁটা দেওয়া সেই ভিডিয়ো।

আরও পড়ুনঃ চলন্ত গাড়ির ভিতর লুকিয়ে বিশাল কিং কোবরা সাপ, দেখুন

সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজটি শেয়ার করে এলাকাবাসীকে সচেতন করলেন এক নেটিজেন। রাতের অন্ধকারে জনবসতিপূর্ণ এলাকায় এইভাবে চিতাবাঘের (Leopard) ঘুরে বেরানো সাধারণ মানুষের জন্যে একেবারেই সুরক্ষিত নয়। ঘটনার সিসিটিভি ফুটেজ নেটপাড়ায় ভাইরাল হতেই তৎপর হয়েছেন মহারাষ্ট্রের বন দপ্তর কর্মকর্তারা।

দেখুন গায়ে কাঁটা দেওয়া দৃশ্য... 

ঘটনার সিসিটিভি ফুটেজ শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, মহারাষ্ট্রের বন দপ্তরের তরফে রাতের বেলায় টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি চিতাবাঘ ধরার জন্যে এলাকায় একাধিক ফাঁদও পাতা হয়েছে।



@endif