ভারতের জার্সিতে ভারত! ঋদ্ধিমান সাহার নতুন প্রতিপক্ষকে নিয়ে উচ্ছ্বসিত প্রসাদ
দীর্ঘদিন পর জাতীয় স্কোয়াডে ফেরার পর ঋদ্ধিমান সাহা-র কাছে চ্য়ালেঞ্জটা বাড়ল। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ সাফ জানিয়ে দিলেন, টেস্টে আগামী দিনে তিনজন উইকেটকিপারকে স্কোয়াডে নেওয়ার কথা ভাবা হচ্ছে।
মুম্বই, ২২ জুলাই: দীর্ঘদিন পর জাতীয় স্কোয়াডে ফেরার পর ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) -র কাছে চ্যালেঞ্জটা আরও বাড়ল। এখন থেকে ঋষভ পন্থ নয় আরও এক কিপার ঋদ্ধির প্রতিযোগি হিসেবে হাজির। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ (MSK Prasad) সাফ জানিয়ে দিলেন, টেস্টে আগামী দিনে তিনজন উইকেটকিপারকে স্কোয়াডে নেওয়ার কথা ভাবা হচ্ছে।
ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা-র পাশাপাশি অন্ধপ্রদেশের ২৫ বছরের উইকেটকিপার কে.এস ভারত (KS Bharat)-কে আগামী দিনে ভারতের হয়ে খেলতে দেখা যেতে পারে বলে জানালেন প্রসাদ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় টেস্ট দলে জায়গা পাওয়ার খুব কাছে চলে এসেছিলেন কোনা স্রিকার ভারত। এমনও জানালেন প্রসাদ। খুব তাড়াতাড়ি ভারতকে ভারতের হয়ে খেলতে দেখা যেতে পারে বলে ইঙ্গিতও দিয়েছেন প্রধান নির্বাচক। আরও পড়ুন- মমতা ব্যানার্জির সভায় এলেন না তৃণমূল ঘনিষ্ঠ যেসব টলিউড সেলেব্রিটি-রা
জাতীয় নির্বাচক প্রসাদের রাজ্যের উইকেটকিপার-ব্যাটসম্যান ভারতকে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ দেওয়ার কথা হচ্ছিল, কিন্তু ঋদ্ধি যেহেতু চোট সারিয়ে ফিরেছেন, এবং তাঁর অতীত পারফরম্যান্স ভাল তাই বাংলার কিপারকেই বিরাট কোহলিদের সঙ্গে পাঠালেন।
ধোনির অবসরের পর ইংল্যান্ডে গিয়ে সেঞ্চুরির পরেও ঋষভ পন্থকে স্বস্তিতে রাখা হচ্ছে না। অনেকেই ভেবেছিলেন পার্থিব প্যাটেল, দীনেশ কার্তিকদের দিকে বনা তাকিয়ে এবার সঞ্জু স্যামসনের দিকে নজর দেওয়া হবে। কিন্তু সঞ্জুর কথা না বলে, টেস্টে পন্থ, ঋদ্ধির সঙ্গে ভরাত নাম করলেন প্রসাদ।
এর আগে নিজের রাজ্যের মিডল ব্যাটসম্যান হনুমা বিহারীকে টেস্ট দলে জায়গা দেওয়া নিয়ে প্রসাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, এবার তাঁর রাজ্যে অন্ধ্রের উইকেটকিপারকে টেস্ট দলে জায়গা দেওয়ার পিছনে প্রসাদের যুক্তি হল ভারতীয় এ দলের হয়ে কোনা স্রিকার ভারতের পারফরম্য়ান্স। পরপর তিনটি সিরিজে এ দলের জার্সিতে সেঞ্চুরি করার পাশাপাশি ভারত উইকেটকিপিংয়েও দারুণ দক্ষতার পরিচয় দিচ্ছেন বলে প্রসাদ জানালেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৫টি ম্যাচে ৩৭৯৮টি রান আছে ভারতের। পাশাপাশি ট্রিপল সেঞ্চুরিও করেছেন তিনি।