Koffee With Karan Season 7: হটসিটে ভিকি-সিদ্ধার্থ, কিয়ারার সঙ্গে প্রেম নিয়ে সত্যিটা উগড়ে দিলেন সিদ্ধার্থ ? (দেখুন ভিডিও)
প্রথম পর্ব থেকেই কফি উইথ করণের সিজন ৭ সবার নজর কেড়েছে। আগের ৬ এপিসোডে এসেছেন বলিউড সেলেবরা। আড্ডা, গল্প , বিতর্ক পেরিয়ে এখনো এক নম্বর করণ জোহরের এই টক শো। এবার করণ নিজেই শেয়ার করলেন ৭ নং এপিসোডের প্রোমো। এই পর্বের অতিথি ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা।ভিকি-সিদ্ধার্থের উপস্থিতি মানেই এপিসোড জুড়ে থাকবে ক্যাটরিনা এবং কিয়ারার উজ্জ্বল উপস্থিতি। ট্রেলারেও সেই ঝলকই ধরা পড়ল।
এই মুহূর্তে বলিউডের অন্যতম হার্টথ্রব দুই নায়ক ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা। গত বছরের শেষেই ‘এলিজেবল ব্যাচেলার’-এর তালিকা থেকে নাম বাদ পড়েছে ভিকির, তবে সিদ্ধার্থ এখনও রয়েছেন সেই লিস্টে। যদিও মন দেওয়া-নেওয়ার পালা তো করণের এই স্টুডেন্টও সেরে ফেলেছেন। কিয়ারা আডবানির সঙ্গে সিদ্ধার্থের প্রেম কাহিনি কারুর অজানা নয়। তবুও প্রেমের কথা মুখে আনতে না-রাজ জুটিতে। এবার একসঙ্গে করণ জোহরের সঙ্গে কফি কাউচে বসবেন সিদ্ধার্থ-ভিকি। কফি উইথ করণের ৭ নম্বর এপিসোডে অতিথি হিসাবে থাকছেন এই দুই পাঞ্জাবি মুন্ডা। স্বাভাবিকভাবেই ‘পাঞ্জাবিয়ানা’য় ভরপুর হবে এই এপিসোড।