Mumbai: অটোরিকশা ভাড়া নিয়ে বিবাদের জেরে বন্ধুকে খুন, গ্রেফতার যুবক

মুম্বইয়ের কল্যাণ রেলওয়ে স্টেশন থেকে ২৯ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credit: File)

নয়াদিল্লি: বিবাদের জেরে বন্ধুকে হত্যার অভিযোগ। মুম্বইয়ের কল্যাণ রেলওয়ে স্টেশন থেকে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, অটোরিকশা ভাড়া নিয়ে বন্ধুকে হত্যার করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উত্তর প্রদেশের গোন্ডা জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, দুইজনে সম্প্রতি মুম্বই এসেছিলেন এবং এখানে একটি পোশাক কারখানায় কাজ করেছিলেন। মুম্বইয়ের কুর্লা এলাকায় অটোরিকশার ভাড়া পরিশোধ করা নিয়ে বিবাদ শুরু হয়, বিরোধ পরে হিংসাত্মক রূপ নেয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ কল্যাণ রেলওয়ে স্টেশন থেকে অভিযুক্তকে উদ্ধার করে কুরলা পুলিশের হাতে তুলে দেয়।



@endif