Khalistani Terrorist Killing Row: ভারত থেকে ১০ অক্টোবরের মধ্যে সরান ৪১ জন কূটনীতিককে, কানাডাকে জানাল দিল্লি

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের পর থেকেই ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে। তারপরই ভারত থেকে কানাডার কূটনীতিকদের সরানোর কথা জানানো হয় বলে খবর।

Justin Trudeau, PM Modi (Photo Credit: Twitter)

দিল্লি, ৩ অক্টোবর: ভারত থেকে যাতে কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়, সে বিষয়ে দিল্লির তরফে জানানো হল ওট্টায়াকে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে কানাডার ৪০ জন কূটনীতিককে সরাতে বলা হয় দিল্লির তরফে। সূত্রের তরফে এমন খবরই প্রকাশ্যে আসতে শুরু করেছে। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের পর থেকেই ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে। তারপরই ভারত থেকে কানাডার কূটনীতিকদের সরানোর কথা জানানো হয় বলে খবর। শিগগিরই দিল্লির তরফে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করা হবে বলেও মিলছে খবর। বর্তমানে কানাডার  ৬২ জন কূটনীতিক ভারতে রয়েছেন। ৬২ জনের মধ্যে আগামী ১০ অক্টোবর ৪১ জনকে সরাতে হবে বলে ভারতের তরফে জানানো হয় কানাডাকে।

গত ১৮ জুন কানাডার সুরেতে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। খালিস্তানি জঙ্গি খুনের পর ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার অভিযোগ উড়ানো হলেও, দিল্লি এবং ওট্টাওয়ার মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে জোর কদমে।