Kerala: নাবালিকার সঙ্গে সম্পর্ক যুবকের, গাছ থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ

২৪ বছরের যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ১৪ বছরের নাবালিকার। কিন্তু মেয়ের এই সম্পর্কে ঘোর আপত্তি ছিল পরিবারের।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

তিরুবন্তপুরম, ১৭ মেঃ বিগত তিন দিন ঘরে নিখোঁজ ছিল ১৪ বছরের এক নাবালিকা। দূরসম্পর্কের এক আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। ওই নাবালিকার সঙ্গে নিখোঁজ ছিলেন ২৪ বছরের ওই যুবকও। বুধবার গাছ থেকে উদ্ধার হল দুজনের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) পালাক্কড় জেলায়।

আরও পড়ুনঃ বিমানের মধ্যে বিড়ি ধরিয়েছেন যাত্রী, বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার প্রৌঢ়

গত তিন দিন ধরে নিখোঁজ মেয়ে। বহু খোঁজাখুঁজি করে মেয়েকে না পাওয়ায় লোকাল থানায় মেয়ের নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করে পরিবার। মেয়ের সঙ্গে নিখোঁজ হয় দূরসম্পর্কের ওই আত্মীয়ও। নাবালিকা নিখোঁজের মামলা দায়ের হতেই তৎপর হয় পুলিশ। খোঁজ শুরু হয় তাঁর। কিন্তু দুজনের কোন খোঁজই পাওয়া যায়নি। অবশেষে বুধবার তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করা হয়েছে পরিবারের তরফে।

পুলিশ সূত্রে খবর, ২৪ বছরের ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ১৪ বছরের নাবালিকার। কিন্তু মেয়ের এই সম্পর্কে ঘোর আপত্তি ছিল পরিবারের। প্রথমত তাঁদের মেয়ে এখনও ছোট। দ্বিতীয়ত, ওই যুবক তাঁদের আত্মীয় হন। সব মিলিয়ে মেয়ের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। ভালবাসার মানুষের সঙ্গে সম্পর্কে আপত্তির কারণেই কী এমন সিদ্ধান্ত বেছে নিয়েছে যুগল! তদন্ত করছে পুলিশ।



@endif