Kerala Shocker: বিয়ে টেকেনি, ৬ বছর পর প্রতিশোধ নিতে স্ত্রীর ২ হাত কাটল স্বামী!

রবিবার সকালে স্ত্রীর হাতে কোপানোর অভিযোগ গ্রেপ্তার স্বামী। ধৃতের নাম এজহার নেটিভ সন্তোষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala Shocker) পাথানমথিত্তায়।

Crime Representational Image (Photo Credit :PTI)

কেরালা, ১৮ সেপ্টেম্বর: রবিবার সকালে স্ত্রীর হাতে কোপানোর অভিযোগ গ্রেপ্তার স্বামী। ধৃতের নাম এজহার নেটিভ সন্তোষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala Shocker) পাথানমথিত্তায়। বিবাহ বিচ্ছেদের না হলেও গত ৫ বছর ধরে বাপের বাড়ি কালানজুরে থাকছেন সন্তোষের প্রাক্তন স্ত্রী বিদ্যা। স্থানীয় আদালতে তাঁদের বিচ্ছেদ প্রক্রিয়া চলছে। আরও পড়ুন- Temple Dedicated To CM Yogi Adityanath: অযোধ্যায় তৈরি হল যোগী আদিত্যনাথের মন্দির, দেখুন ছবি

গত ১৭ তারিখ রাত ৯টা নাগাদ বিদ্যার বাড়িতে গিয়ে তাঁর উপরে হামলা চালায় সন্তোষ। ছুরি দিয়ে স্ত্রীর হাত কাটার পর তাঁর চুলও কেটে দেয় সন্তোষ। মাথাতেও আঘাত করে। সন্তোষ বিদ্যার এক হাত কবজি থেকে অন্য হাতটি কনুই থেকে কেটে নেয়। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বিদ্যার বাবা। দু’জনেই এখন  ভর্তি আছেন তিরুবনন্তপুরমের এক হাসপাতালে।

প্রতিবেশীরা বেশ কয়েকদিন ধপেই বিদ্যার বাড়ির আশপাশে সন্তোষকে ঘোরাফেরা করতে দেখেছেন। বয়ান শুনেই পুলিশের অনুমান রীতিমতো পরিকল্পনা করে প্রতিশোধ স্পৃহায় বিদ্যার উপরে হামলা চালিয়েছে ধৃত সন্তোষ। মোবাইল ফোনের লোকেশন ও বিভিন্ন থানার সহযোগিতায় অভিযুক্তকে ধরা সম্ভব হয়েছে। ৬ বছর আগে সন্তোষ ও বিদ্যার বিয়ে হলেও তাঁদের বিবাহিত জীবন মাত্র এক বছরের। তারপর থেকেই দু’জনে আলাদা।