Kerala: সদ্য বিবাহিত দম্পতি এবং মহিলার আগের পক্ষের ৩ সন্তানের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ। তিন সন্তানকে নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গেই থাকতেন মৃত মহিলা।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

তিরুবন্তপুরম, ২৪ মেঃ সদ্য বিবাহিত দম্পতি এবং তাঁদের তিন সন্তানের রহস্য মৃত্যু। বুধবার কেরলের (Kerala) কন্নুরে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে পাঁচ মৃতদেহ। সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওই দম্পতি। দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ। মৃত তিন সন্তান মহিলার আগের পক্ষের স্বামীর। তিন সন্তানকে নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গেই থাকতেন মৃত মহিলা।

আরও পড়ুনঃ আরও ১ বছরের জন্যে তামাকজাত দ্রব্যের বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া তামিলনাড়ু প্রশাসন

পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতির নাম শাঝি এবং সৃজা। এদিন প্রথমে দম্পতিকে খুন করা হয়। এরপরে মহিলার তিন সন্তানকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিন জনেরই বয়স ৮-১২ মধ্যে। পুলিশ এও জানায়, সৃজাকে বিয়ের আগে শাঝির স্ত্রী এবং দুই সন্তান ছিল। তাঁদের ছেড়ে দিয়ে সৃজার সঙ্গে নতুন করে সংসার পেতেছিলেন শাঝি।

আরও পড়ুনঃ হরিদ্বার ভ্রমণে ২০০ বছরের পুরনো গাছ ভেঙে পড়ে মৃত্যু ২ পর্যটকের

একসঙ্গে পরিবারের পাঁচ সদস্যদের এমন রহস্য মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।



@endif