Kerala: আগের রাতে নাইট ডিউটি, পরের দিন সকালে থানা থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

কোল্লামের বাসিন্দা ওই অফিসার শনিবার রাতে নাইট ডিউটির দায়িত্বে ছিলেন। রবিবার সকাল ৭টা নাগাদ থানার বিশ্রাম কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কেরলের (Kerala) এক থানা থেকে উদ্ধার হল কর্মরত পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। রবিবার ত্রিশুর পশ্চিমের পুলিশ স্টেশনে নিযুক্ত এক পুলিশ অফিসারকে থানা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনায় শোরগোল এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশ কর্মীর নাম গীথু কৃষ্ণান। কোল্লামের বাসিন্দা ওই অফিসার শনিবার রাতে নাইট ডিউটির দায়িত্বে ছিলেন। রবিবার সকাল ৭টা নাগাদ থানার বিশ্রাম কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুনঃ  গলায় গিটার, পুলিশের উর্দিতে ইন্ডিয়ান আইডলের অডিশনে হাজির, দিল্লি পুলিশের সুরের জাদুতে মোহিত নেটমহল

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই কর্মরত অফিসার আত্মহত্যা (Suicide) করেছেন। জানা গিয়েছে, গুরুতর আর্থিক সমস্যায় ভুগছিলেন তিনি। যার জেরে কিছুদিন ধরেই প্রবল মানসিক চাপে ছিলেন গীথু। এমনকি সহকর্মীদের সঙ্গে কথাবার্তাও অনেক কমিয়ে দিয়েছিলেন তিনি।

পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ। মামলার তদন্ত চলছে।