Kerala: নার্সারির বাচ্চাকে শ্লীলতাহানীর অভিযোগে দোষীকে ৪৫ বছরের কারাবাসের সাজা শোনাল কেরল আদালত
বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নার্সারির মেয়েটির শ্লীলতাহানি করে সে। ঘটনার চার বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৪৫ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।
নার্সারির এক বাচ্চার শ্লীলতাহানী করার অভিযোগ উঠেছিল ২৬ বছরের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করেছে কেরল আদালত। দোষীকে ৪৫ বছরের কারাবাসের শাস্তি শোনাল আদুর ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত। কেরলের (Kerala) আলাপ্পুজা জেলা নিবাসী সুদেশকে ৪৫ বছর জেলবন্দি থাকার পাশাপাশি নির্যাতিতাকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে আদালত।
আরও পড়ুনঃ বেপরোয়া ট্রাকের ধাক্কায় ধুলোর মত গুঁড়িয়ে গেল একাধিক গাড়ি, ভয়াবয় দুর্ঘটনার CCTV ফুটেজ ভাইরাল
এক রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। সেই সময়ে ওই নির্যাতিতা নার্সারিতে পড়ত। এলকেজি-তে পড়াকালীন একরত্তি মেয়ে অভিযুক্ত যুবকের লালসার শিকার হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নার্সারির মেয়েটির শ্লীলতাহানি করে সে। ঘটনার চার বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৪৫ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।
তবে এই ঘটনায় কেবল দোষী একা শাস্তি পেয়েছে তাই নয়, শিশুটির বাবাও ছয় মাসের কারাবাস করেছে। আদালত এবং বিচার ব্যবস্থার কাছে শিশুকন্যার নির্যাতনের ঘটনা লুকিয়ে রাখার দায়ে হাজতবাস করেছেন তিনি। এছাড়াও মেয়ের শ্লীলতাহানির ঘটনা গোপন রাখার জন্যে আদালত নির্যাতিতার মাকে তিরস্কার করেছে।