Kerala: দূষিত জলে স্নান করে মাথায় অ্যামিবার বাস, বিরল মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণের

এই ক্ষতিকারক অ্যামিবা বেঁচে থাকে দূষিত জলাশয়ের মধ্যে। ওই সমস্ত জলাশয় কিংবা পুকুরে স্নান করার সময়ে ব্যক্তির নাকের ফুটো দিয়ে শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায় এই অ্যামিবা।

প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons and Pixabay)

তিরুবন্তপুরম, ৭ জুলাইঃ মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক নাবালকের। কেরলের (Kerala) আলাপ্পুঝা জেলা নিবাসী ওই তরুণ আক্রান্ত হয়েছিল প্রাথমিক অ্যামেবিক মেনিনগোয়েনসেফালাইটিসে (Primary Amebic Meningoencephalitis)। মস্তিষ্কের এই বিরল সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫ বছরের তরুণের।

আরও পড়ুনঃ গোরখপুরে প্রধানমন্ত্রী মোদির কনভয়ে পুষ্পবৃষ্টি জনতার, উষ্ণ অভ্যর্থনার ভিডিয়ো

রাজ্য স্বাস্থ্যমন্ত্রী এই রোগ সম্পর্কে বলেন, প্রাথমিক অ্যামেবিক মেনিনগোয়েনসেফালাইটিস একটি মস্তিষ্ক ঘটিত রোগ। অ্যামিবা সংক্রমণ থেকে এই রোগ ছড়ায়। এই ক্ষতিকারক অ্যামিবা বেঁচে থাকে দূষিত জলাশয়ের মধ্যে। ওই সমস্ত জলাশয় কিংবা পুকুরে স্নান করার সময়ে ব্যক্তির নাকের ফুটো দিয়ে শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায় এই অ্যামিবা। ডিম পাড়ে মাথার মধ্যেই। এরপর সেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে মস্তিষ্ক কুড়ে কুড়ে খেতে শুরু করে তারা।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ওই যুবককে গত সপ্তাহে এলাকার একটি পুকুরে স্নান করতে দেখা গিয়েছিল। কিন্তু ওই পুকুরে তার আগে এবং পরে অন্য অনেকেই স্নান করেছেন। তাঁদের কারুরই কোন সমস্যা হয়নি। ২০১৭ সালে করলের আলাপ্পুঝা জেলায় প্রথম এই বিরল রোগের হদিশ মিলেছিল। ২০১৭ এর পর আবার ২০২৩ সালে এসে জেলা থেকে কেউ আক্রান্ত হয়েছে প্রাথমিক অ্যামেবিক মেনিনগোয়েনসেফালাইটিসে।

এই মস্তিষ্ক ঘটিত রোগের লক্ষণ রয়েছে বেশ কিছু (Primary Amebic Meningoencephalitis Symptoms)। যেমন জ্বর, মাথা ব্যাথা, বমি এবং খিঁচুনি। যুবকের মৃত্যুর পর নড়েচড়ে বসেছেন জেলা আধিকারিকরা। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা নির্দেশিকা জারি করে গ্রামবাসীকে দূষিত জলাশয়ে স্নান করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।