Karnataka Food Poisoning: হোস্টেলের খাবারে বিষক্রিয়া, অসুস্থ নার্সিং কলেজের ১৩৭ পড়ুয়া
সোমবার রাতের খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যাথা, বমি, পায়খানা শুরু হয় তাঁদের। এরপরেই আর সময় নষ্ট না করে ওই ১৩৭ জন অসুস্থ পড়ুয়াকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ম্যাঙ্গালুরু, ৭ ফেব্রুয়ারিঃ কর্ণাটক ম্যাঙ্গালুরুর (Mangaluru) এক বেসরকারি নার্সিং কলেজের হোস্টেলে রাতের খাবার খেয়ে অসুস্থ ১৩৭ জন নার্সিং পড়ুয়া। সোমবার রাতের খাবার খাওয়ার পরে থেকেই অসুস্থ বোধ করেন পড়ুয়ারা। ম্যাঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থ নার্সিং পড়ুয়াদের। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের (Karnataka Food Poisoning)।
আরও পড়ুনঃ হোস্টেলের খাবারে বিষক্রিয়া! হাসপাতালে ভর্তি ২০ জনের বেশি ছাত্রী
সোমবার রাতের খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যাথা, বমি, পায়খানা শুরু হয় তাঁদের। এরপরেই আর সময় নষ্ট না করে ওই ১৩৭ জন অসুস্থ পড়ুয়াকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Karnataka Food Poisoning)। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হোস্টেলের দূষিত জলের কারণেই পড়ুয়াদের খাবারে বিষক্রিয়া হয়ে গিয়েছে। যার জেরেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। জানা যাচ্ছে, অসুস্থ পড়ুয়াদের মধ্যে কয়েকজন অবস্থা বেশ গুরুতর।