Karnataka Shocker: প্রেমের জালে ফাঁসিয়ে গৃহবধূকে নিয়ে পলাতক সবজি বিক্রেতা, উঠছে লভ-জিহাদের অভিযোগ
রায়চুর, ১৮ নভেম্বরঃ ২৫ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না গৃহবধূকে। অবশেষে শুক্রবার খোঁজ মিলেছে কর্ণাটক রায়চুরের বাসিন্দার।
মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশের দারস্ত হয় বাবা-মা। থানায় দায়ের করে অভিযোগ। শুরু হয় তল্লাশি। বহু খোঁজাখুঁজির পর দীর্ঘ ২৫ দিনের মাথায় খোঁজ মেলে সুহাসিনী নামে ওই গৃহবধূর। জানা গিয়েছে, পাড়ার সবজি বিক্রেতার সঙ্গেই নাকি ঘর ছেড়ে ছিলেন সুহাসিনী। পুলিশ সূত্রের খবর, ওই সবজি বিক্রেতার নাম সেলিম। সুহাসিনীকে মুসলিম ধর্মান্তরিত করবে বলেই নাকি সেলিম তাঁকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে পালিয়ে নিয়ে গিয়েছিল। স্বামী, স্ত্রী পরিচয় দিয়ে মুম্বইতে ফ্ল্যাট নেয় আফতাব-শ্রদ্ধা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
ঘটনা জানাজানি হতেই সক্রিয় হয়ে ওঠে বজরঙ দলের সদস্যরা। লভ-জিহাদের তকমা দিয়ে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলেও নামেন তারা। কথা বলতে চায় সুহাসিনীর সঙ্গে। আদৌ কি সে লভ-জিহাদের স্বীকার? খতিয়ে দেখতে চাইছে বজরঙ দল। তবে পুলিশ সুহাসিনীকে খুঁজে পাওয়ার পর তাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।
প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদে সুহাসিনীর জানিয়েছেন, যার সঙ্গে তিনি পালিয়েছিলেন সেই সবজি বিক্রেতা সালিম, নিজেও বিবাহিত। এবং এক মেয়ের বাবাও। আদৌ সুহাসিনী এবং সেলিমের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল নাকি সেলিমের পাতা ফাঁদে পা দিয়েছিল সুহাসিনী! তদন্ত করছে পুলিশ।