Krish Birthday: পোষ্য কুকুরের জন্মদিনে ১ হাজার কেজির কেক কেটে ৪ হাজার আমন্ত্রিতকে খাওয়ালেন এই ব্যক্তি (দেখুন ভিডিও)

কর্ণাটকের শিভাপ্পা ইয়ালাপ্পা মারাডির কথাই ধরুন না কেন। তিনি পোষ্য কুকুর কৃষের জন্মদিন (Krish Birthday) পালন করলেন মহা ধুমধাম করে।

Krish Birthday (Photo Credits: Twitter)

বেলাগাভি, ২৪ জুন:  প্রিয় পোষ্যর জন্য মাতামাতি কে না করে। বিশ্বজুড়ে কুকুর ও মানুষের পরস্পরের প্রতি ভালবাসা প্রশংসনীয়।এই যেমন কর্ণাটকের শিভাপ্পা ইয়ালাপ্পা মারাডির কথাই ধরুন না কেন। তিনি পোষ্য কুকুর কৃষের জন্মদিন  (Krish Birthday) পালন করলেন মহা ধুমধাম করে। আরও পড়ুন -Prince William and Kate Middleton First Official Portrait Unveiled: এই প্রথম, রাজকুমার উইলিয়াম ও কেট মিডলটনের অফিশিয়াল ছবি প্রকাশ হল কেমব্রিজের মিউজিয়ামে

১০০ কেজির কেক কাটলেন। চার হাজার অতিথি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জন্মদিনে বেগুনী রঙা টুপি পরে নিজের কেক কাচিং সেরিমনিতে অংশ নেয় কৃষ। বেলাগাভির মানুষ সানন্দে কৃষের জন্মদিনের উৎসবে শামিল হয়ে সেই কেক খেলেন। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়েছে।

দেখুন ভিডিও



@endif