Karnataka: মুখে নয়, হোয়াটসঅ্যাপে লিখে তিন তালাক, স্বামীর বিরুদ্ধে থানায় স্ত্রী

কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলা নিবাসী ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে তিন তালাক লিখে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন স্বামী। এরপরেই তিনি থানার দারস্ত হন।

Triple Talaq (Photo Credits: File Photo)

দক্ষিণ কন্নড়, ১৮ সেপ্টেম্বরঃ স্বামীর বিরুদ্ধে তিন তালাক (Triple Talaq) দেওয়ার অভিযোগে থানার দারস্ত হলেন স্ত্রী। কর্ণাটকের (Karnataka) দক্ষিণ কন্নড় জেলা নিবাসী ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে তিন তালাক লিখে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন স্বামী। এরপরেই তিনি থানার দারস্ত হন।

আরও পড়ুনঃ ট্রেডমিলে হাঁটতে গিয়ে হৃদরোগে মৃত্যু যুবকের, দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আব্দুল রশিদ কেরলের ত্রিশুরের বাসিন্দা। বিদেশে চাকরি করেন তিনি। সাত বছর আগে দক্ষিণ কন্নড় জেলার জয়নগরের এক মহিলাকে বিয়ে করেছিলেন। দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। আব্দুল তার স্ত্রীকে দুই বছর আগে বিদেশে নিয়ে গেলেও পরবর্তীকালে দ্বিতীয় সন্তান জন্মের সময় সুলিয়ায় গ্রামের বাড়িতে রেখে যান। দুজনের মধ্যে ফোনেফোনে কিছুদিন যাবতই সমস্যা চলছিল বলে উল্লেখ পুলিশের। এরই মাঝে  হোয়াটসঅ্যাপে তিন তালাক (Triple Talaq) লিখে স্ত্রীর থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে বসেন স্বামী। দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী থানার দারস্ত হয়েছন।

আরও পড়ুনঃ শ্লীলতাহানির অভিযোগে পুলিশ কর্মীকে বিবস্ত্র করে মারধর ক্ষুদ্ধ গ্রামবাসীর, দেখুন ভাইরাল ভিডিয়ো

অভিযোগ দায়ের করেছেন স্বামীর বিরুদ্ধে। উল্লেখ্য, ২০১৯ সালের মুসলিম মহিলা আইন অনুযায়ী তিন তালাক (Triple Talaq) শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে।