Karnataka BJP Rename 'Salaam Aarti': টিপু সুলতানের 'সালাম আরতি'র নাম পরিবর্তন করল কর্নাটক বিজেপি
মহীশূরের শাসক টিপু সুলতানের 'সালাম আরতি'র নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটকের শাসক দল বিজেপি। এখন সেই আচারের নাম হবে 'নমস্কারা'।
বেঙ্গালুরু : মহীশূরের শাসক টিপু সুলতানের (Tipu Sultan) 'সালাম আরতি'র (Salaam Aarti) নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটকের শাসক দল বিজেপি। হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থা (Department of Hindu Religious Institutions and Charitable Endowments) বিভাগের অধীনে থাকা কর্ণাটক ধর্মিকা পরিষদের ( Karnataka Dharmika Parishat) বহু বছর আগের আচার-অনুষ্ঠানে পরিবর্তন আনার ঘোষণা বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে। পারিষদ সদস্য কাশেকোডি সূর্যনারায়ণ ভাট (Kashekodi Suryanarayana Bhat) বলেন, আগে রাজ্য প্রশাসনের কল্যাণের জন্য এই অনুষ্ঠান করা হত, এখন তা হবে মানুষের কল্যাণের জন্য। এখন সেই আচারের নাম হবে 'নমস্কারা'। Bengaluru Shocker: বন্ধুর সঙ্গে সহবাসে বাধ্য করে স্বামী, সঙ্গমের দৃশ্য রেকর্ড করে ভাইরাল করার হুমকি, গ্রেফতার স্বামী
সালাম আরতি অনুষ্ঠান মহীশূরের শাসক টিপু সুলতানের সময় শুরু হয়েছিল। টিপু মাইসুর রাজ্যের কল্যাণের জন্য পূজা করেছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে মারা যাওয়ার পরও রাজ্যের বিভিন্ন হিন্দু মন্দিরে এই প্রথা অব্যাহত রয়েছে। তৎকালীন মহীশূর রাজ্যের পুত্তর, সুব্রহ্মণ্য, কোল্লুর, মেলকোট এবং অন্যান্য বিখ্যাত মন্দিরে এই অনুষ্ঠান পরিচালনা করা হত। হিন্দু সংগঠনগুলির মতে, 'সালাম আরতি' দাসত্বের প্রতীক ছিল এবং আধিপত্য প্রতিষ্ঠার জন্য অনুশীলন করা হত। তাঁরা এই প্রথা বন্ধের দাবি জানান। তবে বুদ্ধিজীবীদের দাবি, এই ঐতিহ্য হিন্দু ও মুসলমানদের মধ্যে বন্ধন ও সম্প্রীতির প্রতিফলন ঘটিয়েছে এবং তা মহান ঐতিহ্য হিসেবে অব্যাহত রাখতে হবে।