Karnataka Assembly Election 2023: দেশের এক নম্বর রাজ্য হতে চলেছে কর্ণাটক, শেষবেলার প্রচারে মোদীর প্রতিশ্রুতি

রবিবার বেঙ্গালুরুতে রোড শো শেষে মাইসোরে আয়োজিত সভার ভাষণে প্রধানমন্ত্রী বললেন, কর্ণাটকের মানুষের জন্যে এই নির্বাচন ইতিহাস গড়তে চলেছে'।

Narendra Modi Karnataka Assembly Election 2023 (Photo Credits: ANI)

বেঙ্গালুরু, ৭ মেঃ আর মাত্র কটা দিনের অপেক্ষা। ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election 2023)। জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। ভোটের আগে প্রচারে কোন খামতি রাখতে চাইছে না মোদী সরকারও। রবিবার বেঙ্গালুরুতে (Bengaluru) রোড শো শেষে মাইসোরে আয়োজিত সভার ভাষণে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বললেন, কর্ণাটকের মানুষের জন্যে এই নির্বাচন ইতিহাস গড়তে চলেছে। এই নির্বাচনের হাত ধরে কর্ণাটক সারা দেশের মধ্যে এক নম্বর রাজ্যের স্থান দখল করবে’।

মোদী আরও বলেন, ‘আমি খুশি এই মহাযজ্ঞের জন্যে কর্ণাটকবাসী বিজেপির ডবল ইঞ্জিন সরকারের উপরে ভরসা রেখেছে’।

শুনুন মাইসোরে মোদীর ভাষণ... 

শনিবার এবং রবিবার দুদিন ব্যাপী বেঙ্গালুরুতে প্রচার অভিযান চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর রোড শো’য়ে চোখে পড়েছিল উপচে পড়া ভিড়। পুষ্পবৃষ্টিতে ভরে উঠেছিল গোটা রোড শো। রাস্তার দুই ধারে জনসাধারণের ভিড় দেখে মোদীর অনুমান, কর্ণাটকবাসী সে রাজ্যে বিজেপি সরকারকেই চায়, টুইট করে সেই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।



@endif