Looteri Dulhan: বিয়ের সাত দিনের মাথায় গয়না, টাকা নিয়ে চম্পট দিল নববধূ, বউয়ের কীর্তিতে মাথায় হাত স্বামীর

সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন তাঁর সদ্য বিবাহিত স্ত্রী বাড়ির কোথাও নেই। শুরু হয় খোঁজাখুঁজি। স্ত্রীর পাশাপাশি বাড়ির সমস্ত গয়না, ৫০,০০০ টাকাও হাওয়া।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

কানপুর, ৩০ মেঃ বিয়ে হয়েছে এক সপ্তাহ পার হয়নি তারই মধ্যে চম্পট দিল নতুন বউ। শুধু কি তাই! শ্বশুরবাড়ি থেকে সমস্ত গয়না, টাকা পয়সা নিয়ে পালালেন নববধূ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) কানপুর (Kanpur) জেলার রাসোলাবাদে। রবিবার রাসোলাবাদ পুলিশ স্টেশনে গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্বশুর বাড়ির লোক। আর তার পরেই পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশের কাছে অভিযোগে পলাতক মহিলার স্বামী রাম করণ জানান, তাঁর গ্রামের এক ব্যক্তি বিহারের (Bihar) এক মেয়ের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করেছিলেন। ঘটকালি করার জন্যে ৭০,০০০ টাকাও নিয়েছিল সে।

নিরালা নগরের বাসিন্দা রাম করণ আরও জানায়, ১৫ মে রাসোলাবাদের ধর্মগড় বাবার মন্দিরে তাঁদের বিবাহ সম্পন্ন হয়েছিল। বিয়ে সেরে স্ত্রীকে নিয়ে নিরালা নগরে ফিরে আসেন তিনি। কিন্তু ২৩ মে সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন তাঁর সদ্য বিবাহিত স্ত্রী বাড়ির কোথাও নেই। শুরু হয় খোঁজাখুঁজি। স্ত্রীর পাশাপাশি বাড়ির সমস্ত গয়না, ৫০,০০০ টাকাও হাওয়া। এরপরেই পুলিশের দারস্ত হন ওই ব্যক্তি।