Joshimath Land Subsidence: জোশীমঠে ক্ষতিগ্রস্তদের জন্যে ৪৫ কোটির ত্রাণ তহবিল পাশ উত্তরাখন্ত মন্ত্রীসভায়

জোশীমঠ প্রসঙ্গে এদিন মন্ত্রীসভায় আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানান, ক্ষতিগ্রস্ত ৯৯ টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। যাদের বাসস্থানের জন্যে দৈনিক ৯৫০ টাকা করে দেওয়া হচ্ছে এবং ৪৫০ টাকা করে দেওয়া হচ্ছে খাদ্যের জন্যে।

Uttarakhand CM Pushkar Singh Dhami (Photo Credits: ANI)

বিগত কয়েকদিনে উত্তরাখণ্ডের জোশীমঠে (Joshimath Land Subsidence) কয়েক শো ঘরবাড়িতে ফাটল ধরেছে। ধ্বসে গিয়েছে বাড়ি। জোশীমঠের স্থানীয় বাসিন্দারা রাগে ক্ষোভে ফেটে পড়ছেন। এনটিপিসি-র বিরুদ্ধে স্লোগান তুলছে স্থানীয়রা। তাঁদের দাবি, জোশীমঠের কাছেই পাহাড় কেটে তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। আর তার প্রভাবেই ধ্বসছে বাড়ি ঘর, ভয়ানক ভাবে ফাটল ধরছে বাড়িতে বাড়িতে। ইতিমধ্যেই বাসস্থানহারা হয়েছেন বহু মানুষ।

জোশীমঠে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী। রবিবার ক্ষতিগ্রস্তদের জন্যে ৪৫ কোটি টাকার একটি ত্রাণ তহবিল পাশ হয়েছে উত্তরাখণ্ড মন্ত্রীসভায়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী আরও জানিয়েছেন, গত নভেম্বর থেকে মোট ছয় মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিদ্যুতের বিল মুকুপ করা হয়েছে। এছাড়াও সকল ক্ষতিগ্রস্ত পরিবার থেকে ২ জন সদস্যকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থানের অধীনে চাকরি দেওয়া হবে।

জোশীমঠ প্রসঙ্গে এদিন মন্ত্রীসভায় আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানান, ক্ষতিগ্রস্ত ৯৯ টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। যাদের বাসস্থানের জন্যে দৈনিক ৯৫০ টাকা করে দেওয়া হচ্ছে এবং ৪৫০ টাকা করে দেওয়া হচ্ছে খাদ্যের জন্যে। এদিন মন্ত্রীসভার তরফ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা গুলোর ভৌগোলিক পরিদর্শকের প্রস্তাব পেশ করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।