Joshimath Land Subsidence: জোশীমঠে ক্ষতিগ্রস্তদের জন্যে ৪৫ কোটির ত্রাণ তহবিল পাশ উত্তরাখন্ত মন্ত্রীসভায়

জোশীমঠ প্রসঙ্গে এদিন মন্ত্রীসভায় আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানান, ক্ষতিগ্রস্ত ৯৯ টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। যাদের বাসস্থানের জন্যে দৈনিক ৯৫০ টাকা করে দেওয়া হচ্ছে এবং ৪৫০ টাকা করে দেওয়া হচ্ছে খাদ্যের জন্যে।

Joshimath Land Subsidence: জোশীমঠে ক্ষতিগ্রস্তদের জন্যে ৪৫ কোটির ত্রাণ তহবিল পাশ উত্তরাখন্ত মন্ত্রীসভায়
Uttarakhand CM Pushkar Singh Dhami (Photo Credits: ANI)

বিগত কয়েকদিনে উত্তরাখণ্ডের জোশীমঠে (Joshimath Land Subsidence) কয়েক শো ঘরবাড়িতে ফাটল ধরেছে। ধ্বসে গিয়েছে বাড়ি। জোশীমঠের স্থানীয় বাসিন্দারা রাগে ক্ষোভে ফেটে পড়ছেন। এনটিপিসি-র বিরুদ্ধে স্লোগান তুলছে স্থানীয়রা। তাঁদের দাবি, জোশীমঠের কাছেই পাহাড় কেটে তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। আর তার প্রভাবেই ধ্বসছে বাড়ি ঘর, ভয়ানক ভাবে ফাটল ধরছে বাড়িতে বাড়িতে। ইতিমধ্যেই বাসস্থানহারা হয়েছেন বহু মানুষ।

জোশীমঠে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী। রবিবার ক্ষতিগ্রস্তদের জন্যে ৪৫ কোটি টাকার একটি ত্রাণ তহবিল পাশ হয়েছে উত্তরাখণ্ড মন্ত্রীসভায়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী আরও জানিয়েছেন, গত নভেম্বর থেকে মোট ছয় মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিদ্যুতের বিল মুকুপ করা হয়েছে। এছাড়াও সকল ক্ষতিগ্রস্ত পরিবার থেকে ২ জন সদস্যকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থানের অধীনে চাকরি দেওয়া হবে।

জোশীমঠ প্রসঙ্গে এদিন মন্ত্রীসভায় আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানান, ক্ষতিগ্রস্ত ৯৯ টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। যাদের বাসস্থানের জন্যে দৈনিক ৯৫০ টাকা করে দেওয়া হচ্ছে এবং ৪৫০ টাকা করে দেওয়া হচ্ছে খাদ্যের জন্যে। এদিন মন্ত্রীসভার তরফ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা গুলোর ভৌগোলিক পরিদর্শকের প্রস্তাব পেশ করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Taj Mahotsav 2025: কবে থেকে শুরু তাজ মহোৎসব? জেনে নিন তাজ মহোৎসবের সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য...

Mamata Banerjee: 'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে...' বিধানসভার ভাষণে যোগী সরকারের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা

Chinese Village Uses Fake Cotton Snow: গোটা বিশ্বের সামনে ধরা পড়ে গেল চিনের কারসাজি, ভেঙে পড়ল মিথ্যের পাঁচিল, অর্থের লোভে নকল বরফ গিয়ে গ্রাম সাজিয়ে চরম নিন্দার মুখে বেজিং

First Anniversary Of BAPS Hindu Mandir In Abu Dhabi: কেটে গেছে একটা বছর, আমিরশাহী সরকারের সঙ্গে প্রথম বার্ষিকী পালন হিন্দু মন্দির কমিটি

Share Us