Jordan : গাজা হাসপাতালে হামলার জের, জর্ডনের সঙ্গে আলোচনা বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
জর্ডনের পাশাপাশি মিশর ও প্যালেস্তানীয় কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনায় বসার কথা ছিল জো বাইডেনের
বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জর্ডানের রাজা এবং মিশর ও প্যালেন্তানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু শেষমেশ তা ভেস্তে গেল।আম্মানে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে জর্ডনের বিদেশ মন্ত্রী জানিয়েছেন, আলোচনা তখনই সম্ভব হবে যখন সমস্ত দল যুদ্ধ বন্ধ করার এবং জঘন্য হত্যালীলা বন্ধ করতে সম্মত হবে। এবং এই পরিস্থিতির জন্য তিনি ইজরায়েলকে দায়ী করেন।
গাজায় হাসপাতালে বিস্ফোরনের জন্য ইজরায়েলকে দায়ী করেছেন জর্ডনের প্রেসিডেন্ট কি আবদুল্লা ২। এবং গাজাতে অভিযান চালানো যাতে বন্ধ হয় তার জন্য ইজরায়েলের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
তবে এর আগেই হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে যে গাজায় হাসপাতালে হামলা হওয়ার কারণে এই আলোচনা বাতিল করেছে আমেরিকা। প্রাথমিকভাবে বাইডেন ইজরায়েলে যাওয়ার পর জর্ডনে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে বসার কথা ছিল কিন্তু তা বাতিল হয়ে যায় গাজায় হাসপাতালে হামলার কারণে।