Jharkhand: স্বামীর সঙ্গে রোড ট্রিপে বেরিয়ে গণধর্ষণের শিকার স্প্যানিশ মহিলা
শুক্রবার সকালে ঝাড়খণ্ডে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রাতেই স্থানীয়দের দ্বারা স্প্যানিশ মহিলার গণধর্ষণের ঘটনাটি ঘটে।
রাঁচি, ২ মার্চঃ ঝাড়খণ্ডে (Jharkhand) গণধর্ষণের শিকার স্প্যানিশ মহিলা। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ৩০০ কিলোমিটার দূরে দুমকা জেলায় হাঁসডিহা থানা নিকটবর্তী কুরুমাহাট এলাকায় ওই স্প্যানিশ মহিলাকে (Spanish Woman) গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এদিন সকালেই ঝাড়খণ্ডে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রাতেই স্থানীয়দের দ্বারা স্প্যানিশ মহিলার গণধর্ষণের ঘটনাটি ঘটে। নির্যাতিত মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার স্বামী থানায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুনঃ নাবালিকাকে অপহরণ করে নাগাতার ধর্ষণ, ২০ দিন পর উদ্ধার নির্যাতিতা
ঘটনার সঙ্গে ৭-৮ জন স্থানীয় জড়িত বলে পুলিশ সুত্রে খবর। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। জানা গিয়েছে, রোড ট্রিপে বেরিয়েছিলেন ওই বিদেশি দম্পতি। বাইকে চেপে বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পৌঁছন তাঁরা। সেখান তাঁবুতে রাত্রিযাপন করে পরের দিন বিহার হয়ে নেপাল যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু ঝাড়খণ্ডে তাঁবু খাটিয়ে রাত কাটানো কাল হল দম্পতির। গণধর্ষণের শিকার হন স্প্যানিশ মহিলা।