Japan: ভূমিকম্পের আঘাত সামলে ওঠার আগেই ছড়াল বার্ড ফ্লু, আতঙ্ক জাপানে
যে সমস্ত পোলট্রির মুরগি আক্রান্ত,তার ১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় কড়া নজর রাখা হয়েছে। ওই এলাকায় যাতে কেউ প্রবেশ করতে না পারেন, সে বিষয়েও জারি করা হয়েছে সতর্কতা।
টোকিও, ৫ জানুয়ারি: ভূমিকম্পের অভিঘাত সামলে উঠতে না উঠতেই এবার বার্ড ফ্লুর (Bird Flu) প্রকোপ। মধ্য জাপানের (Japan) একাধিক অংশে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিতে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ, বার্ড ফ্লুর প্রকোপে মধ্য জাপানে ৫০ হাজার মুরগি আক্রান্ত। জাপানের কৃষি মন্ত্রকের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। পোলট্রির মুরগিদের মধ্যে বার্ড ফ্লুর প্রকোপ এবারও বেশি। ফলে এই ইনফ্লুয়েঞ্জা যাতে আর ছড়াতে না পারে, সে বিষয়ে জারি করা হয়েছে সতর্কতা। পোলট্রির ওই ৫০ হাজার মুরগি থেকে যাতে আর কোনও সংক্রমণ না ছড়ায়,সে বিষয়ে কড়া নজর রাখা হয়েছে।
পাশাপাশি যে সমস্ত পোলট্রির মুরগি আক্রান্ত,তার ১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় কড়া নজর রাখা হয়েছে। ওই এলাকায় যাতে কেউ প্রবেশ করতে না পারেন, সে বিষয়েও জারি করা হয়েছে সতর্কতা।
আরও পড়ুন: Japan Earthquake: জাপানে প্রবল ভূমিকম্পে মৃত ৬২, আফটার শকে ভয়ে কাঁপছেন মানুষ, ব্যাহত উদ্ধার কাজ
প্রসঙ্গত প্রত্যেক বছর অক্টোবর মাস থেকে জাপানে বার্ড ফ্লুর প্রকোপ শুরু হয়। প্রত্যেক বছর অক্টোবর মাস থেকে বার্ড ফ্লুর জেরে বিভিন্ন এলাকা থেকে মুরগিদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।