Sridevi's Death Anniversary: ‘আজও তোমায় সর্বত্র খুঁজি মা’, শ্রীদেবীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে চোখে জল জাহ্নবীর

মাতৃবিয়োগের যন্ত্রণা পৃথিবীর কোন সুখ স্বাছন্দ্য নিয়েই পূরণ করা যায় না। তাই তো মায়ের মৃত্যু শোকে আজও কেঁদে ওঠে জাহ্নবীর হৃদয়।

Sridevi and Janhvi Kapoor (Photo Credits: Instagram)

মুম্বই, ২১ ফেব্রুয়ারিঃ বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পাঁচ বছর পার (Sridevi's 5th Death Anniversary)। আচমকাই মৃত্যুর পথযাত্রী হয়েছিলেন অভিনেত্রী। মাতৃবিয়োগের যন্ত্রণা পৃথিবীর কোন সুখ স্বাছন্দ্য নিয়েই পূরণ করা যায় না। তাই তো মায়ের মৃত্যু শোকে আজও কেঁদে ওঠে জাহ্নবীর (Janhvi Kapoor) হৃদয়। শ্রীদেবীর (Sridevi) পঞ্চম মৃত্যুবার্ষিকীর আগেই মাকে নিয়ে আবেগপ্লুত পোস্ট শেয়ার করলেন জাহ্নবী। মঙ্গলবার মা শ্রীদেবীর সঙ্গে একটি ছবি শেয়ার করে নায়িকা (Janhvi Kapoor) লিখলেন, 'আমি আজও তোমায় সর্বত্র খুঁজে চলেছি মা। আমি যা কিছুই করি এটা ভেবেই করি যে তুমি তার জন্যে গর্ব অনুভব করবে। আমার সব কিছু তোমাতে  শুরু তোমাতেই শেষ'।

শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে জাহ্নবীর আবেগপ্লুত পোস্টঃ  

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)



@endif