Jan Dhan Yojana: প্রধানমন্ত্রী জন ধন যোজনার ১০ বছর পূর্তি, সরকারি প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মোদী

বর্তমানে প্রধানমন্ত্রী জন ধন যোজনায় উপভোক্তার সংখ্যা ৫৩.১৩ কোটি। যার ৫৫.৬ শতাংশই মহিলা। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত জন ধন অ্যাকাউন্টে মোট ২ লক্ষ ৩১ হাজার ২৩৬ কোটি টাকা জমা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট (ছবিঃX@Narendra Modi & ANI)

নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী জন ধন যোজনার(PM Jan Dhan Yojana) ১০ বছর পূর্তি। আর ১০ বছর পূর্ণ হতেই এই প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। আজ, বুধবার সোশ্যাল মিডিয়ার(Social Media) মাধ্যমে এই প্রকল্পের উপভোক্তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ দিন সকালে এক্স হ্যান্ডেলে নমো লেখেন, "আজ আমরা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যপূরণে সফল হয়েছি।। সমস্ত উপভোক্তাদের অভিনন্দন এবং যারা এই প্রকল্পটিকে সফল করার জন্য কাজ করেছেন তাদের সকলকে অভিনন্দন জানাই। জন ধন যোজনা আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং কোটি কোটি মানুষকে, বিশেষ করে মহিলা, যুবক এবং প্রান্তিক মানুষদের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম।" প্রসঙ্গত, বর্তমানে প্রধানমন্ত্রী জন ধন যোজনায় উপভোক্তার সংখ্যা ৫৩.১৩ কোটি। যার ৫৫.৬ শতাংশই মহিলা। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত জন ধন অ্যাকাউন্টে মোট ২ লক্ষ ৩১ হাজার ২৩৬ কোটি টাকা জমা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  টুইট