Jammu and Kashmir: নদীস্রোতে ভেসে যাওয়া জম্মু কাশ্মীরের দুই জওয়ানের মৃতদেহ উদ্ধার

শনিবার পুঞ্চ জেলার সুরনকোট এলাকায় নদী পার করতে গিয়ে জলের টানে ভেসে যান তাঁরা।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

কাশ্মীর, ৯ জুলাইঃ জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) আকস্মিক বন্যার জেরে শনিবার জলের তোড়ে ভেসে গিয়েছিলেন দুই সেনা কর্মী। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তাঁরা। বহু তল্লাশি পড়েও খোঁজ মেলেনি জম্মু কাশ্মীরের ওই দুই জওয়ানের। জানা গিয়েছে, শনিবার পুঞ্চ (Poonch) জেলার সুরনকোট এলাকায় নদী পার করতে গিয়ে জলের টানে ভেসে যান তাঁরা। রবিবার উদ্ধার হয়েছে নিখোঁজ হওয়া দুই সেনার কর্মীর মৃতদেহ।

আরও পড়ুনঃ প্রবল বর্ষণে বিপন্ন জনজীবন, নদীর জলস্রোতে ভেসে গেল আস্ত গাড়ি

এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা গিয়েছে। উদ্ধার হওয়া দুই জওয়ানের একজন হলেন এনবি সাব কুলদীপ সিং। অপর জন হলেন ল্যান্স নায়েক তেলু রাম।

 প্রবল বৃষ্টির মাঝেই হিমাচল প্রদেশে হল মরসুমের প্রথম তুষারপাত, দেখুন মনোরম দৃশ্য