Mumbai: চলন্ত অটোর উপর এসে পড়ল লোহার রোড, মৃত্যু যাত্রী মা-মেয়ের

রাস্তার ধারে একটি নির্মীয়মাণ বিল্ডিং থেকে লোহার রোড খুলে এসে পরে রাস্তা দিয়ে যাওয়া একটি উপর উপরে। সেই সময়ে ওই অটোতে যাত্রী ছিলেন এক মহিলা এবং তাঁর বছর সাতেকের মেয়ে।

Iron Pole Falls Over Moving Auto (Photo Credits: Twitter)

মুম্বই, ১২ মার্চঃ মৃত্যু কখন কীভাবে আপনার কাছে আসবে তা আগে থেকে বলা যায় না। বাড়িতে, গাড়িতে, রাস্তায়, ট্রেনে, বাসে যেকোন জায়গায় যে কারুর মৃত্যু অপেক্ষা করছে। চলন্ত অটোর উপর এসে পড়ল এক লোহার রোড। মৃত্যু হল মা এবং মেয়ের। নির্মীয়মাণ বিল্ডিং থেকে লোহার রোড সজোরে এসে পড়ে রাস্তা দিয়ে যাওয়া একটি অটোর উপর। অটোর ভিতরে থাকা দুই যাত্রী মা এবং সন্তানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) পূর্ব যোগেশ্বরি স্টেশন রোডের কাছে। পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে একটি নির্মীয়মাণ বিল্ডিং থেকে লোহার রোড খুলে এসে পরে রাস্তা দিয়ে যাওয়া একটি উপর উপরে। সেই সময়ে ওই অটোতে যাত্রী ছিলেন এক মহিলা এবং তাঁর বছর সাতেকের মেয়ে।

দেখুন দুর্ঘটনার দৃশ্য...

ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মহিলার। দুর্ঘটনায় আহত মেয়েটিকে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছিল মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। কিন্তু তাঁর আঘাত এতটাই গুরুতর ছিল যে প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে সাত বছরের মেয়েটির।