Iran-State TV Hacked: হ্যাকারদের কবলে ইরানের সরকারি টেলিভিশন, খামেনিইকে দেশছাড়ার হুমকি

ক্রমশ বাড়ছে ইরানের হিজাব বিরোধী আন্দোলনের তীব্রতা। এবার সরাসরি ইরানের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি আয়াতুল্লাহ আলি খামেনিইর মিটিংয়ের সম্প্রচার চলাকালীন ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলটি হ্যাক করলেন প্রতিবাদীরা।

(Photo Credit: Twitter)

তেহরান: ক্রমশ বাড়ছে ইরানের হিজাব বিরোধী আন্দোলনের তীব্রতা। এবার সরাসরি ইরানের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি আয়াতুল্লাহ আলি খামেনিইর (Ayatollah Ali Khamenei) মিটিংয়ের সম্প্রচার চলাকালীন ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলটি (Iran-state TV) হ্যাক করলেন প্রতিবাদীরা (protesters)। শুধু তাই নয়, সরকারবিরোধী ছবি ও লেখা পোস্ট করে সোজাসুজি হুমকি দিলেন খামেনিকে। বিষয়টি কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ইরানের প্রশাসনিক মহলে।

শনিবার ইরানের স্থানীয় সময় রাত ৯টায় সরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পরিবেশন করছিলেন এক ব্যক্তি। দেখানো হচ্ছিল খামেনিই ও কয়েকজন সরকারি কর্তার বৈঠকের খবর। আচমকা সেসময় টিভির পর্দায় ভেসে ওঠে একটি মুখোশের ছবি। তারপর সেই জায়গায় দেখা যায় খামেনির মুখ আর তার চারপাশে আগুন জ্বলছে। দুটি। ছবির একটির ক্যাপশনে লেখা ছিল, জেগে উঠুন ও আমাদের সঙ্গে যোগ দিন। আর অন্যটিতে লেখা ছিল আপনাদের থাবায় আমাদের মতো অনেক তরুণ-তরুণীর রক্ত ঝরছে। এর পাশাপাশি ছবির ক্যাপশনে আয়াতুল্লাহ আলি খামেনিইকে তাড়াতাড়ি বাড়ি ও অফিসের জিনিসপত্র গুছিয়ে নিয়ে ইরানের বাইরে পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, আদালত ই আলি বা আলির বিচার (Edalat-e Ali (Ali's Justice)) নামে নিজেদের পরিচয় দিয়েছে ওই হ্যাকারদের দল। হ্যাকিংয়ের ঘটনাটি কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হলেও ইরানের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি খামেনিইকে এভাবে সরাসরি হুমকি দেওয়ার ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে।