Husband Shaves Off Wife’s Hair: স্ত্রীকে সৌন্দর্য্য নষ্ট করতে মাথা ন্যাড়া করল বর! দেখুন ভিডিয়ো

ওই যুবতীর কালিম চৌধুরি বলে একটি যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল। কিছুদিন পর থেকেই স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক আছে বলে অভিযোগ করতে থাকে ওই যুবক। বিষয়টি নিয়ে দুজনের ঝগড়াও হয়।

অভিযোগ জানাতে গেছেন নির্যাতিতা

সোলাপুর: স্ত্রীকে সুন্দর দেখতে বলে অন্য লোকে তাকাত। তাই তাঁর সৌন্দর্য্য নষ্ট করতে মাথা ন্যাড়া করে দিল বর (Husband Shaves Off Wife’s Hair)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুরে (Solapur)। গতকাল ২০ বছরের ওই যুবতী জেল রোড পুলিশ স্টেশনে (Jail road police station এই বিষয়ে অভিযোগ জানাতে এলে বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা গেছে, ওই যুবতীর কালিম চৌধুরি বলে একটি যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল। কিছুদিন পর থেকেই স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক (extra-marital affair) আছে বলে অভিযোগ করতে থাকে ওই যুবক। বিষয়টি নিয়ে দুজনের ঝগড়াও হয়। এরপর স্ত্রীর সৌন্দর্য্য নষ্ট করতে তাঁর চুল কেটে ন্যাড়া করে দেওয়ার ছক কষে কালিম। ওই যুবতী তাতে রাজি না হয় কথা বন্ধ করে দেওয়ার পাশাপাশি বেধড়ক মারধর করত। বাধ্য হয়ে নির্যাতিতা তিন মাস আগে নিজের চুল কাটতে রাজি হয়।

দেখুন নির্যাতিতার অভিযোগ জানানোর ভিডিয়ো: