IndiGo Crew Molestation: মাঝ আকাশে বিমানসেবিকার শ্লীলতাহানি, গ্রেফতার সুইডিশ যাত্রী

সহযাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ৬৩ বছর বয়সী সুইডিশ যাত্রীর বিরুদ্ধে।

IndiGo (Photo Credits Wikimedia Common)

মুম্বই, ১ এপ্রিলঃ বিমানের মধ্যে যাত্রীদের অভব্য আচরণ মাঝে মধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসছে। আবারও এমন এক ঘটনা প্রকাশ্যে এল। মাঝ আকাশে বিমানসেবিকার শ্লীলতাহানির (IndiGo Crew Molestation) অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে। এছাড়াও সহযাত্রীকে মারধরের অভিযোগও উঠেছে ৬৩ বছর বয়সী সুইডিশ যাত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ টেক অফের পরেই দুবাইগামী ফেড এক্স বিমানে পাখির ধাক্কা, দুর্ঘটনার আশঙ্কায় দিল্লি বিমানবন্দরে জারি জরুরী অবস্থা

মাঝ আকাশে ২৪ বছরের বিমানসেবিকার শ্লীলতাহানি এবং সহযাত্রীকে মারধরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ক্লাস এরিক হারল্যান্ড জোনাস নামক সুইডিশ যাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ইন্দিগো বিমানে (IndiGo)। উড়ানটি ব্যাংকক থেকে মুম্বই আসছিল। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে মত্ত অবস্থায় বিমানে উঠে বিমানসেবিকার শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার বিমানটি মুম্বইয়ে পৌঁছাতেই অভিযুক্ত যাত্রীকে বিমান সংস্থার তরফে মুম্বই পুলিশের (Mumbai Police) হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার অভিযুক্তকে আন্ধেরি কোর্টে পেশ করা হয়। সেখানে ২০ হাজার টাকা জরিমানার বিনিময়ে ওই দিনই জামিন পান সুইডিশ যাত্রী। তবে প্রতিবার শুনানির সময়ে তাঁকে আদালতে হাজিরা দিতেই হবে।