IPL Auction 2025 Live

Coronavirus Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৫,২০৯, মৃত্যু ৫০১ জনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৪৫ হাজার ২০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫০১ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৯৫ হাজার ৮০৭। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ৪০ হাজার ৯৬২ জনের। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২২৭ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry)।

ভারতে করোনা (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২২ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৪৫ হাজার ২০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫০১ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৯৫ হাজার ৮০৭। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ৪০ হাজার ৯৬২ জনের। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২২৭ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry)।

আইসিএমআর জানিয়েছে, ২১ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১৩ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল ১০ লাখ ৭৫ হাজার ৩২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। আরও পড়ুন: Tarun Gogoi's Health Update: মাল্টি অর্গান ফেলিওর, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সংকটজনক

এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল ৫ কোটি ৮৪ লাখ। আজ সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন। মৃত্যু হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৩৩৪ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৭৭ জন। এছাড়াও, ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯২২ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮১ হাজারের বেশি।