Indian Navy Aircraft Monitoring Hijacked Ship: সাগরে হাইজ্যাক হলো জাহাজ, তাতে রয়েছেন ১৫ জন ভারতীয় ক্রু 

সোমালিয়ার উপকূলের কাছে হাইজ্যাক হওয়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে ১৫ জন ভারতীয় ক্রু রয়েছেন।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

মুম্বই: সোমালিয়ার উপকূলের কাছে 'এমভি লিলা নরফোক' (MV LILA NORFOLK) নামের একটি জাহাজ (Ship) হাইজ্যাক হয়েছে। ভারতীয় নৌবাহিনী হাইজ্যাক হওয়া জাহাজটির উপর কড়া নজর রাখছে, গতকাল সন্ধ্যায় এই হাইজ্যাক  হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। সোমালিয়ার উপকূলে হাইজ্যাক হওয়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে ১৫ জন ভারতীয় ক্রু  (15 Indian Crew) রয়েছেন। আরও পড়ুন: Houthis: ইজরায়েল-হামাস যুদ্ধের প্রতিশোধ, আমেরিকার সতর্কতার পরও লোহিত সাগরে ড্রোন হামলা হাউতিদের

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে হাইজ্যাক জাহাজটির ওপর নজরদারি চলছে, জাহাজের ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ হাইজ্যাক হওয়া জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে।

দেখুন