Srilanka: আর্থিক সংকটে শ্রীলঙ্কাকে সবথেকে বেশি সাহায্য করেছে ভারত, বক্তব্য শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর
রাইসিনা ডায়ালগসে আমন্ত্রিত হয়ে ভারত সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর
শ্রীলঙ্কাকে সব থেকে বেশি সাহায্য করেছে ভারত, তাও আবার এমন সময় যখন এই ছোট্ট দ্বীপটি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। রাইসিনা ডায়ালগসে এসে এমনটাই জানালেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি। অর্থনৈতিক এই সংকটের জেরে শুধু ভারত সরকার নয় ভারতের মানুষও পাশে এসে দাড়িয়েছেন বলে অনুষ্ঠানে জানান তিনি।
এই দুসময়ে দেশটির পাশে থাকার জন্য প্রশংসাও করেন তিনি। ৩.৯ বিলিয়ন ডলারের যে ঋণ ভারত দিয়েছে তারও প্রশংসা করেন। শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার খারাপ হওয়ার সময় প্রথম থেকেই পাশে ছিল ভারত, এবং অন্যান্য দেশের থেকে সাহায্যের ক্ষেত্রেও ভারতের অবদান বেশি বলে তিনি দাবি করেন।
শ্রীলঙ্কাকে আর্থিক প্যাকেজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আইএমএফকে যে আশ্বাস দিয়েছিল ভারত, সেকথাও বলতে ভোলেননি শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী। সেই আশ্বাসের ভিত্তিতেই আইএমএফের কাছ থেকে ২.৯ বিলিয়ন (USD) ডলারের আর্থিক সাহায্য লাভ করে শ্রীলঙ্কা।
রাইসিনা ডায়লগসে আমন্ত্রন পাওয়ার পর মার্চের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত বিভিন্ন দেশের সঙ্গে অনুষ্ঠিত হওয়া আলোচনায় অংশগ্রহন করেন আলি সাবরি। এবং সেখানেই এই বক্তব্য তুলে ধরেন।