Independence Day 2021: কাশ্মীরের ত্রালে জাতীয় পতাকা তুললেন হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির বাবা
২০১৬ সালের ৮ জুলাই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে এক এনকাউন্টারে মারা যায় হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি। বুরহানের সঙ্গে মারা যায় তার আরও ২ সঙ্গী।
শ্রীনগর, ১৫ অগাস্ট: জম্মু ও কাশ্মীরের ত্রালে একটি সরকারি স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন বুরহান ওয়ানির বাবা মুজফ্ফর ওয়ানি। পেশায় শিক্ষক মুজফ্ফর ওয়ানি ওই স্কুলের প্রিন্সিপাল। হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ২০১৬ সালে সেনাবাহিনীর এনকাউন্টারে নিহত হয়।
২০১৬ সালের ৮ জুলাই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে এক এনকাউন্টারে নিহত হয় হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি। বুরহানের সঙ্গে নিকেশ হয় তার আরও ২ সঙ্গী। এর পরই কাশ্মীরে নতুন করে উত্তেজনা ছড়ায়। দীর্ঘ পাঁচমাস চলে ব্যাপক আন্দোলন। ১০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। জখম হয়েছিলেন কয়েক হাজার।
স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন শিক্ষা দফতর-সহ সকল বিভাগকে নির্দেশ দিয়েছিল যাতে স্বাধীনতা দিবসে সকল সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।