Suicide in IIT Madras: 'আমি ভালো নই', হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা পশ্চিমবঙ্গের পিএইচডি পড়ুয়ার
সোশ্যাল মিডিয়ায় সচিনকে এমন হতাশাগ্রস্ত বার্তা দিতে দেখে অবাক হন তাঁর এক বন্ধু।
চেন্নাই, ২ এপ্রিলঃ পশ্চিমবঙ্গ থেকে চেন্নাইয়ের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গিয়ে আত্মহত্যা পিএইচডি পড়ুয়ার। তামিলনাড়ুর বেলাচেরিতে থাকতেন ওই মৃত বঙ্গবাসী পড়ুয়া। তাঁর ঘর থেকেই উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ।
পুলিশ সূত্রে খবর, ৩২ বছরের সচিন পশ্চিমবঙ্গ থেকে আইআইটি মাদ্রাসে (Suicide in IIT Madras) পিএইচডি করতে এসেছিলেন। বেলাচেরিতে ঘর নিয়ে একাই থাকতেন তিনি। কিন্তু গত ৩১ মার্চ আত্মহত্যা করার আগে হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দেন মৃত পড়ুয়া। সেখানে তিনি লেখেন, ‘আমি দুঃখিত, আমি ভালো নই’।
পুলিশ আরও জানায়, সোশ্যাল মিডিয়ায় সচিনকে এমন হতাশাগ্রস্ত বার্তা দিতে দেখে অবাক হন তাঁর এক বন্ধু। সচিনকে ক্রমাগত ফোন করেন তিনি। কিন্তু বন্ধুকে ফোনে কিছুতেই যোগাযোগ করে উঠতে পারেন না। এরপর সোজা বন্ধুর বাড়ি গিয়ে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছে সচিনের মৃতদেহ। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে খবর দেয় সে। হাসপাতালে নিয়ে গেলে ৩২ বছরের পিএইচডু পড়ুয়াকে মৃত বলেই জানান চিকিৎসক।
পুলিশ এও জানায়, চলতি বছরে এই নিয়ে আইআইটি মাদ্রাসে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটল। আর ২০১৮ সাল থেকে হিসাব করলে পরিসংখ্যান দাঁড়াবে ১১।