Medications via Drone: হিমাচল প্রদেশের দুর্গম এলাকায় জীবনদায়ী ওষুধ পৌঁছে দিল এই ড্রোন
হিমাচল প্রদেশের দুর্গম এলাকায় ড্রোনের মাধ্যমে জীবনদায়ী ওষুধ সরবরাহ করল আইসিএমআর।
মুম্বই: হিমাচল প্রদেশের দুর্গম এলাকায় ড্রোনের মাধ্যমে জীবনদায়ী ওষুধ সরবরাহ করল আইসিএমআর (ICMR)। এটি পরীক্ষামূলক ছিল, এবং ড্রোনটি (Drone) দুর্গম এলাকায় ওষুধ পৌঁছে দিতে পুরোপুরি সফল হয়েছে । ড্রোনটি লাহৌল ও স্পিতি (Lahaul & Spiti) জেলায় ২০ কিলোমিটারের মধ্যে ১০০টিরও বেশি ইউনিট প্রয়োজনীয় ওষুধ (Medications) সফলভাবে পরিবহন করতে পেরেছে। আশা করা হচ্ছে প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় এবার আর জীবনদায়ী ওষুধ পাঠাতে কোনও সমস্যা হবে না।
দেখুন