Israel : ইজরায়েলি পণবন্দীদের ভিডিও প্রকাশ হামাসের, যুদ্ধ বন্ধের আবেদন নাগরিকদের

সোমবার সন্ধ্যেবেলায় পণবন্দীদের দিয়ে এই ভিডিও প্রকাশ করে হামাস

Photo IANS

ইজরায়েল হামাসের যুদ্ধের মধ্যেই এবার আরও বেশ কিছু পণবন্দীদের মুখ সামনে আনল হামাস। এই পণবন্দীরা হলেন এলেনা, ড্যানিয়েল এবং রিমন। এদের মাধ্যমে একটি ভিডিও রিলিজ করেছে হামাস। সেই বক্তব্যের মধ্যে তাদের বাড়ি ফিরিয়ে নেওয়ার কথা ইজরায়েলের সরকারকে জানিয়েছেন পণবন্দী হওয়া নাগরিকরা।

তারা জানিয়েছেন, "সমস্ত পণবন্দীদের বাড়ি ফিরিয়ে দেওয়া উচিত।আমরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যেন এই ভয়ঙ্কর ধ্বংসলীলা বন্ধ করা হয়।"

সোমবার সন্ধ্যেবেলায় হামাসের তরফ থেকে এই ভিডিও প্রকাশ করা হয়। যদিও বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন। যে যুদ্ধ থেকে পিছু হটবে না ইজরায়েল। যুদ্ধ বন্ধ করার অর্থ হল আত্মসমর্পন করা। তাই হামাসকে নির্মূল করতে স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলার মাধ্যমে আক্রমন চালাবে ইজরায়েল।

 



@endif