Hyderabad: গাঁজার নেশায় বুঁদ হয়ে নাবালিকার বাড়িতে ঢুকে গণধর্ষণের অভিযোগ

ঘটনার দিন ৮ জন যুবক তাঁদের বাড়িতে আচমকাই ঢুকে পড়েন। সেই সময়ে বাড়িতে বড়রা কেউ ছিল না। তাঁদের মধ্যে চারজন তাঁকে টানতে টানতে তেতলায় নিয়ে যায়।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

হায়দরাবাদ, ২২ অগাস্টঃ নিজের বাড়িতেই গণধর্ষণের শিকার ১৬ বছরের তরুণী। খুনের হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তিন অভিযুক্তের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটের মীরপেট থানার সীমানায় নন্দনবনম কলোনিতে।

পুলিশের কাছে অভিযোগে নির্যাতিতা জানায়, ঘটনার দিন ৮ জন যুবক তাঁদের বাড়িতে আচমকাই ঢুকে পড়েন। সেই সময়ে বাড়িতে বড়রা কেউ ছিল না। তাঁদের মধ্যে চারজন তাঁকে টানতে টানতে তেতলায় নিয়ে যায়। বাকিরা তাঁর ভাই এবং বাড়িতে উপস্থিত আরও তিনজন বাচ্চাকে ভয় দেখিয়ে আটকে রাখে। চারজনের জন্যে তিন জন তাঁকে ধর্ষণ করে। ছুরি দিয়ে কুপিয়ে খুনের হুমকি দিয়ে গণধর্ষণ করা হয়েছে বলেই অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা নাবালিকা। সাহায্যের জন্যে চিৎকার শুরু করলে পালিয়ে যায় ৮ অভিযুক্ত।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ১৬ বছরের নির্যাতিতাকে কিছু মেডিক্যাল টেস্টের জন্যে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই চারজনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গাঁজার নেশায় বুঁদ হয়ে অভিযুক্তরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানাচ্ছে পুলিশ।



@endif