Hyderabad: যৌতুকে এল ব্যবহার করা জিনিস, বিয়ে বাতিল বরের

রবিবার বিয়ের আসর বসেছিল। পরিবারের সদস্য থেকে অতিথি একে একে কনের বাড়ি এসে পৌঁছালেন সকলেই। কিন্তু বিয়ের লগ্ন এগিয়ে আসছে অথচ বরের দেখা নেই।

প্রতীকী ছবি

হায়দরাবাদ, ২১ ফেব্রুয়ারিঃ পণ প্রথা (Dowry) যতই বেআইনি ঘোষণা হোক না কেন, আইনের চোখে ফাঁকি দিয়ে রমরমিয়ে চলছে বিয়ের সময়ে যৌতুক দেওয়া নেওয়া। হায়দরাবাদে (Hyderabad ) এক যুবক যৌতুকের জন্যে নিজের বিয়েই বাতিল করলেন। বিয়ের যৌতুকে ব্যবহার করা জিনিস পাঠানো হয়েছে দাবি তুলে বিয়ে করতেই গেলেন না বর।

আরও পড়ুনঃ পথ কুকুরের আক্রমণে নৃশংস মৃত্যু একরত্তির, চাঞ্চল্য এলাকায়

রবিবার বিয়ের আসর বসেছিল। পরিবারের সদস্য থেকে অতিথি একে একে  কনের বাড়ি এসে পৌঁছালেন সকলেই। কিন্তু বিয়ের লগ্ন এগিয়ে আসছে অথচ বরের দেখা নেই। পেশায় বাস চালক হবু বর বিয়ে করতেই এলেন না। যৌতুকে পাঠানো পণ্য সামগ্রী পুরনো এবং ব্যবহার করা, এমন দাবি তুলেই নিজের বিয়ে বাতিল করে দিলেন বর।

আরও পড়ুনঃ অনুষ্ঠান বাড়িতে গুলি বর্ষণ, দেখুন যুবকের কাণ্ড

অসহায় মেয়ের বাবা পুলিশের দারস্ত হন। বর এবং বরের পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। জানান, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে অথচ বর এসে না পৌঁছানোয় বরের বাড়ি হাজির হন তাঁরা। সেখানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে বর এবং তার পরিবারের সদস্যরা। মেয়ের বাড়ি থেকে পাঠানো যৌতুক সামগ্রী নাকি পুরনো, এমন দাবি তুলে মেয়েকে বিয়ে করতে আসেননি বাস চালক হবু জামাই।



@endif