Hyderabad: রোগীর ভুল পায়ে অস্ত্রোপচার, গাফিলতির জেরে বাতিল চিকিৎসকের লাইসেন্স
রোগীর বাঁ পায়ে অস্ত্রোপচারের পরিবর্তে সম্পূর্ণ স্বাভাবিক ডান পায়ে অস্ত্রোপচার করেন চিকিৎসক।
হায়দরাবাদ, ১৪ এপ্রিলঃ চিকিৎসকদের ঈশ্বরের অবতার বলেই মনে করেন প্রতিটা মানুষ। চোখ বন্ধ করে রোগী বিশ্বাস করেন তাঁর চিকিৎসককে। কিন্তু সেই ঈশ্বরই যদি রোগীর ক্ষতি করে বসেন! চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে, এমন নজির বিরল নয়। তাও চিকিৎসককে বিশ্বাস করেই মানুষ অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। হায়দরাবাদে (Hyderabad) এক রোগীর ভুল পায়ে অস্ত্রোপচার করলেন চিকিৎসক। তেলেঙ্গানায় ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করল স্টেট মেডিক্যাল কলেজ কাউন্সিল।
জানা গিয়েছে, রোগীর বাঁ পায়ে অস্ত্রোপচারের পরিবর্তে সম্পূর্ণ স্বাভাবিক ডান পায়ে অস্ত্রোপচার করেন চিকিৎসক। অপারেশন থিয়েটারে এমন সাংঘাতিক ভুল বুঝতে পেরে পুনরায় রোগীর বাঁ পায়ের অস্ত্রোপচার করলেন ওই চিকিৎসক।
চিকিৎসকের বিরুদ্ধে সরব হন রোগী। চিকিৎসকের এমন গাফিলতির কথা জেলা চিকিৎসা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের জানায় রোগী। এরপর অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্তকারী দল গঠন করেন কর্মকর্তারা। সেই তদন্তে চিকিৎসকের ভুল প্রমাণিত হয়। আর তার পরেই ভুল অস্ত্রোপচারের জেরে হায়দরাবাদের অর্থোপেডিশিয়ান ডাক্তার করণ এম প্যাটেলের ডাক্তারি লাইসেন্স ছয় মাসের জন্যে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্টেট মেডিক্যাল কলেজ কাউন্সিল।