Hyderabad: হিরের আংটি চুরি করে ধরা পড়ার ভয়ে কমোডে ভাসালেন মহিলা, তারপর

ধরা পড়ার ভয়ে চুরি করা হিরের আংটি বাথরুমের কমোডে গিয়ে ফ্ল্যাশ করেছেন অভিযুক্ত মহিলা। তারপর বানিয়ে পুলিশকে অন্য গল্প বলেছেন, এমনটাই অনুমান করছেন পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

হায়দরাবাদ, ৩ জুনঃ হিরের আংটি চুরি করে ধরা পড়ার ভয়ে সেই আংটি কমোডে ভাসিয়ে দিলেন মহিলা। হায়দরাবাদের পশ জুবলি হিলসে এক ডেন্টাল অ্যান্ড স্কিন ক্লিনিকে কর্মরত ওই মহিলার বিরুদ্ধে উঠেছে গ্রাহকের হিরের আংটি চুরির অভিযোগ। মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান, হটকারিতার বশে হিরের আংটি চুরি করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীকালে গ্রাহক থানা পুলিশ করায় ভয় পেয়ে যান ওই মহিলা কর্মচারী। তাই চুরি করা ৫০ লক্ষ টাকা দামের ওই হিরের আংটি তিনি কমোডে ভাসিয়ে দেন।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে বেরিয়ে নিখোঁজ, গ্রামের বাইরে মিলল বিজেপি কর্মীর থেঁতলানো দেহ

পুলিশ সূত্রে খবর, গত ২৭ জুন এক মহিলা ওই ক্লিনিকে আসেন। চেকআপ চলাকালীন হাত থেকে হিরের আংটি খুলে পাশের টেবিলে রাখেন তিনি। কিন্তু চেকআপের পর আংটির কথা তিনি একেবারেই ভুলে যান। বাড়ি ফিরে তাঁর খেয়াল পড়ে হাতের আংটিটি তিনি ক্লিনিকেই ফেলে এসেছেন। তড়িঘড়ি তিনি ফিরে আসেন ক্লিনিকে। খোঁজ করেন নিজের হিরের আংটির। কিন্তু ক্লিনিকের কোন কর্মচারীর থেকে তিনি কোন সদুত্তর পাননি। ৫০ লক্ষ টাকা দামের আংটির খোঁজে তিনি পুলিশের দারস্ত হন। থানায় অভিযোগও দায়ের করেন।

ক্লিনিকে এসে সকল কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ।  অভিযুক্ত মহিলা পুলিশকে জানায়, তাঁর ব্যাগে কেউ আংটিটি রেখে দিয়েছিল। তাই সে ওই আংটি নিয়ে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিয়েছে। ক্লিনিকের কমোডের পাইপলাইন থেকে মিলেছে হিরের আংটিটি। ধরা পড়ার ভয়ে চুরি করা হিরের আংটি বাথরুমের কমোডে গিয়ে ফ্ল্যাশ করেছেন অভিযুক্ত মহিলা। তারপর বানিয়ে পুলিশকে অন্য গল্প বলেছেন, এমনটাই অনুমান করছেন পুলিশ।