Hindon Flood : হিন্দন নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, জলে ভাসছে শত শত যানবহন, দেখুন ভিডিও
হিন্দন নদীর জলস্তর বৃদ্ধির কারণে নয়ডা ইকো-টেক এলাকায় (Noida Eco-Tech Area) অসংখ্য যানবাহন (Vehicles) জলে ডুবে গিয়েছে।
উত্তরপ্রদেশ : হিন্দন নদীর জলস্তর বৃদ্ধির কারণে নয়ডা ইকো-টেক এলাকায় (Noida Eco-Tech Area) অসংখ্য যানবাহন (Vehicles) জলে ডুবে গিয়েছে। যমুনা ও হিন্দন নদীর জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। হিন্দন নদীর বন্যার কারণে নয়ডার বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। তা সত্ত্বেও বাড়িঘর ছাড়ছে মানুষ। রবিবার-সোমবার গভীর রাতে মানুষের বাড়িতে জল ঢুকেছে। হিন্দন পাড়ের এলাকায় অবস্থিত ১৪টি গ্রামের বিশাল জনগোষ্ঠী জলের কবলে পড়েছে।
আরও পড়ুন : Weather Update: অন্ধ্র-ওড়িশা উপকূলে নয়া নিম্মচাপ, ২৮ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির সতর্কতা দক্ষিণে
দেখুন টুইট