Heat Wave Warning: আরও বাড়বে গরম, ৩ রাজ্যে সতর্কতা জারি করল হাওয়া অফিস

মঙ্গলবার বঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তাপপ্রবাহ থেকে নিজেদের বাঁচাতে বেশ কিছু পরামর্শও দিয়েছে হাওয়া অফিস।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়া দিল্লি, ১৫ মেঃ একটানা প্রচণ্ড গরমে জেরবার দেশবাসী। ক্রমাগত ঊর্ধ্বমুখী তাপমাত্রা মাঝে কিছুদিন শান্ত থাকলেও আবারও চড়াও হয়ে উঠছে। দরদরিয়ে ঝরছে ঘাম। ফ্যানের হাওয়া যেন গায়ে লাগছে না। বেলায় বাড়ির বাইরে পা দেওয়ার কথা ভাবলেই ঘাম ছুটছে। এমতাবস্থায় আবারও নাকি বাড়বে তাপমাত্রা। যার ফলে একাধিক রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। সোমবার হাওয়া অফিসের তরফে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে (Heat Wave Warning)।

যাতে উল্লেখ রয়েছে আজ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), ওড়িশা (Odisha) এবং পশ্চিমবঙ্গে (West Bengal) প্রবল মাত্রায় তাপপ্রবাহ সৃষ্টি হবে। মঙ্গলবার বঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তাপপ্রবাহ থেকে নিজেদের বাঁচাতে বেশ কিছু পরামর্শও দিয়েছে হাওয়া অফিস। যাতে বলা হয়েছে,

সরাসরি সূর্যের তাপ এড়িয়ে চলুন

হালকা, ঢিলেঢালা পোশাক পরুন।

সুতির হালকা রংয়ের পোশাক সবচেয়ে ভালো।

দিনের বেলা বাড়ির বাইরে গেলে কাপড়, ছাতা কিংবা টুপি দিয়ে মাথা ঢেকে রাখুন।

গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে নিজেদের বাঁচাতে হাইড্রেটেড থাকুন সব সময়ে। বেশি করে জল খান।

ওআরএস (ORS) মিশ্রিত জল পান করুণ।

বাড়িতে লেবুর জল, লস্যি, বাটারমিল্ক বানিয়ে খান।