Heatstroke Kills Pregnant Woman: গ্রীষ্মের দাবদাহে হিটস্ট্রোকে মৃত্যু নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলার

হাসপাতাল যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয়েছে নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলার।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পালঘর, ১৫ মেঃ গ্রীষ্মের দাবদাহে হিটস্ট্রোকে মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা মহিলার। ২১ বছরের আদিবাসী গর্ভবতী মহিলা তাপপ্রবাহ মাথায় নিয়ে সাত কিলোমিটার পায়ে হেঁটে গ্রামীণ চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলেন। বাড়ি ফিরে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর। মহারাষ্ট্রের পালঘর জেলার ঘটনা।

আরও পড়ুনঃ আরও বাড়বে গরম, ৩ রাজ্যে সতর্কতা জারি করল হাওয়া অফিস

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম সোনালি ওয়াগত। গত শুক্রবার চিকিৎসা কেন্দ্র থেকে ফেরার পথে প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করেন তিনি। এরপর একটি অটোরিকশা ডাকেন বাড়ি ফেরার জন্যে। যত সন্ধ্যে গড়ায় সোনালির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। মহিলার অবস্থা বেগতিক বুঝে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। হাসপাতাল যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয়েছে নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলার।

চিকিৎসকরা জানিয়েছে, রোদের মধ্যে দীর্ঘক্ষণ হাঁটার ফলে সানস্ট্রোকে আক্রান্ত হন ওই মহিলা। আর তাতেই মৃত্যু হয়েছে তাঁর।