PM Modi: প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই কাজ শুরু মোদী ৩.০ সরকারের, কিষাণ সম্মান নিধি যোজনার ১৭'তম কিস্তির অনুমোদন দিলেন নমো

সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই যোজনার ১৭'তম কিস্তি প্রকাশের অনুমোদন দিলেন নরেন্দ্র মোদী। এর মাধ্যমে দেশের প্রায় ৯.৩ কোটি কৃষক উপকৃত হবে। কিষাণ সম্মান নিধি যোজনার ১৭'তম কিস্তির জন্যে কেন্দ্রের প্রায় খরচ হবে কুড়ি হাজার কোটি টাকা।

Narendra Modi (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১০ জুনঃ আরও একবার দিল্লির মসনদে নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নিয়েছেন তিনি। ২০১৪, ২০১৯ এর পর চব্বিশে মোদী ৩.০ সরকার (Modi 3.0) গড়ে প্রধানমন্ত্রী হিসাবে সোমবার নরেন্দ্র মোদী তাঁর প্রথম অফিসিয়াল ফাইল স্বাক্ষর করলেন। দেশের কৃষক কল্যাণের কথা ভেবে কেন্দ্রের কিষাণ সম্মান নিধি যোজনার একটি ফাইলে স্বাক্ষর করে তৃতীয়বার সরকার গড়ে উন্নয়নের কাজে হাত লাগালেন মোদী। এই যোজনার অধীনে দেশের কৃষকদের ৬০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। গত বছর নভেম্বরেই কিষাণ সম্মান নিধি যোজনার ১৫'তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল। নতুন বছরের শুরুতেই ২৮ ফেব্রুয়ারি কৃষকদের অ্যাকাউন্টে ১৬'তম কিস্তির টাকা ঢুকেছিল। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই যোজনার ১৭'তম কিস্তি প্রকাশের অনুমোদন দিলেন নরেন্দ্র মোদী। এর মাধ্যমে দেশের প্রায় ৯.৩ কোটি কৃষক উপকৃত হবে। কিষাণ সম্মান নিধি যোজনার ১৭'তম কিস্তির জন্যে কেন্দ্রের প্রায় খরচ হবে কুড়ি হাজার কোটি টাকা।

কিষাণ সম্মান নিধি যোজনায় একটি অর্থবর্ষে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ৬০০ টাকা করে দেয় কেন্দ্র সরকার। চার মাস অন্তর টাকা ঢোকে কৃষকদের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই পাঁচ বছর পূর্ণ করে ফেলেছে মোদী সরকারের এই কৃষক কল্যাণ প্রকল্প।

মোদী ৩.০ সরকার গড়ে সর্বপ্রথম কিষাণ সম্মান নিধি যোজনার ১৭'তম কিস্তি প্রকাশের অনুমোদন পাস করে মোদী জানালেন, 'আমাদের সরকার দেশের কৃষক কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতি বদ্ধ। তাই প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার দায়িত্ব নিয়ে কৃষক কল্যাণ সম্পর্কিত ফাইলে প্রথম স্বাক্ষর করা একেবারে যথোপযুক্ত'। প্রধানমন্ত্রীর আশ্বাস, আগামী দিনে কৃষক এবং কৃষি কল্যাণে কেন্দ্র সরকার আরও কাজ করতে চায়।



@endif